ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

কু‌য়ে‌টে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস ব্রিফিং: পূর্ণাঙ্গ ভিসি নিয়োগের দাবি

আরিফুর রহমান,খুলনা

প্রকাশিত: ১৯:১১, ২১ মে ২০২৫; আপডেট: ১৯:১৩, ২১ মে ২০২৫

কু‌য়ে‌টে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস ব্রিফিং: পূর্ণাঙ্গ ভিসি নিয়োগের দাবি

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড. মো. হযরত আলীর প্রতি অনাস্থা জানিয়ে অতি দ্রুত তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

বুধবার (২১ মে) বেলা ২টা ৩০ মিনিটে কুয়েটের প্রশাসনিক ভবনের সভা কক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ দাবী জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন শিক্ষক সমিতির পক্ষে জানান, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধানের প্রতি শ্রদ্ধাশীল না থাকা, ছাত্র-শিক্ষক সকলের দাবির প্রতি অবজ্ঞা এবং বিশ্ববিদ্যালয়ের অভিভাবকের দায়িত্বে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন না করার অভিযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি প্রফেসর ড. মো. হযরত আলীর প্রতি অনাস্থা জানিয়ে অতি দ্রুত তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

তিনি আরো বলেন, উপাচার্য দাপ্তরিক কাজের কথা বলে গত ১৯ মে ঢাকায় যান। শিক্ষকদের বলেছিলেন পরদিন ফিরে আসবেন। কিন্তু এখনও ক্যাম্পাসে তিনি ফিরে আসেননি। অন্যদিকে, তিনি কুয়েটের যে গাড়ি নিয়ে গিয়েছিলেন তা ফেরত পাঠিয়েছেন। তিন দিন ধরে শিক্ষক ও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করলেও উপাচার্য কর্ণপাত করেননি। বর্তমান অবস্থায় কুয়েট এখন অভিভাবক শূন্য। এ অবস্থায় পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগ দিতে হবে।

এর আগে, এর আগে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে অচলাবস্থা চলছে। পরে শিক্ষার্থীদের এক দফা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে গত ২৫ এপ্রিল উপাচার্য ও উপ-উপাচার্যকে অপসারণ করে সরকার।

গত ১ মে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. হযরত আলীকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ৪ মে থেকে ক্লাস শুরুর কথা থাকলেও অ্যাকাডেমিক কার্যক্রমে ফেরেননি শিক্ষকরা। ছাত্রদের হাতে শিক্ষক লাঞ্ছিতের বিচার না পাওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানায় কুয়েট শিক্ষক সমিতি।

আলীম

×