ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

​​​​​​​গোবিন্দগঞ্জের চিহ্নিত দুই মোবাইল ফোন হ্যাকারকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা

প্রকাশিত: ১৯:২১, ২১ মে ২০২৫; আপডেট: ১৯:২৪, ২১ মে ২০২৫

​​​​​​​গোবিন্দগঞ্জের চিহ্নিত দুই মোবাইল ফোন হ্যাকারকে গ্রেপ্তার করে জেলে প্রেরণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশী অভিযানে গ্রেপ্তার হয়েছে দুই চিহ্নিত মোবাইল ফোন হ্যাকার। তারা হলো উপজেলার দরবস্ত ইউনিয়নের বালুয়া বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম ও একই এলাকার আব্দুলের ছেলে আইদুল ইসলাম। গোবিন্দগঞ্জ থানার এসআই আবু তালেব ও এসআই তাহসিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন এলাকার এই হ্যাকাররা দীর্ঘদিন ধরে গরীব দুঃখী মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতার টাকা অ্যাপসের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে আত্মসাৎ করে আসছে। অনেকবার এ নিয়ে লেখালেখি বা আবেদন করলেও তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে চিহ্নিত ওই গ্রুপকে ধরতে সম্প্রতি যৌথবাহিনীসহ পুলিশী অভিযান শুরু হওয়ায় তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে আশা করছেন।

গ্রেপ্তার দুই হ্যাকারকে গোবিন্দগঞ্জ থানার ১১.০৪.২০২৫ তারিখের জিআর ২৪ নং মামলায় চালান দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

রাজু

×