
ছবি : প্রতীকী
নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শ্বশুর ও পুত্রবধূ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বুধবার (২১ মে) দুপুরে। ওই সময় বাড়ির বসতঘরে বাঁশের খুঁটি লাগানোর সময় ঘরের ভেতরের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোলায়মান হুসাইন বাবু (৬৩) ও তার পুত্রবধূ শাবানা আক্তার (২৯) ঘটনাস্থলেই মারা যান। নিহত শাবানা ওয়াজেদ হোসেনের স্ত্রী।
ঘটনার সময় স্বামী ও পুত্রবধূকে বাঁচাতে গিয়ে সোলায়মান হুসাইন বাবুর স্ত্রী ওয়াতুননেসা (৫৫) তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আব্দুর রহিম জানান, আহত বৃদ্ধার জ্ঞান ফিরেছে, তবে তিনি এখনও কথা বলতে পারছেন না।
চাপড়া সরমজানি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম শাহ লালন নিহতদের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি আরও জানান, গতকাল মঙ্গলবার (২০ মে) বিকেলে চাড়ালকাটা নদীর খালে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একই ইউনিয়নের বাড়াইপাড়ার আব্দুর রহমানের ছেলে রিফাত হোসেন (৮) ও লোকমান হোসেনের ছেলে নিয়াজ উদ্দিন (৭), সম্পর্কে চাচাতো ভাই।
পরপর দুদিনে একই এলাকায় চারজন নিহত হওয়ায় এলাকাজুড়ে শোকের মাতম চলছে।
নীলফামারী সদর থানার ওসি এম. আর. সাঈদ জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
সা/ই