
উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালতকে শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, “স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ ও স্থানীয় পর্যায়ে যে কোনো সমস্যা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গ্রাম আদালত ব্যবস্থা শক্তিশালী করার বিকল্প নেই।”জানা যায়, ইউনিয়নের সদস্যদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথম দিনে উপজেলার ১০ ইউনিয়নের মধ্যে ছনধরা, রামভদ্রপুর, ভাইটকান্দি, সিংহেশ্বর ও ফুলপুর এই ৫ ইউনিয়নের সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় বক্তব্যে গ্রাম আদালত গঠন, ধারা, প্রয়োগ ও এর জনগুরুত্বসহ বিভিন্ন সুফল সম্পর্কে আলোকপাত করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও ফুলপুর থানার ওসি আব্দুল হাদি। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, গ্রাম আদালতের ফুলপুর কো-অর্ডিনেটর তাছলিমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পয়ারী, রহিমগঞ্জ, রূপসী, বালিয়া ও বওলা ইউনিয়নের সদস্যদেরও গ্রাম আদালত বিষয়ে আগামী ২২ মে একই সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
রাজু