
ছবিঃ সংগৃহীত
আরাকানের যে পরিস্থিতি তাতে করিডোর দেয়ার মত অবস্থায় নেই বাংলাদেশ। করিডোর হবে না। এ বিষয়ে কারও সাথে আলোচনা হয়নি-হবেনা বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
বুধবার (২১ মে) দুপুরে ফরেন সার্ভিস একাডেমীতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
খলিলুর রহমান বলেন, করিডোর দেয়ার ব্যাপারে আমেরিকা এবং চীনের কোন চাপ নেই। টেকশই প্রত্যাবাসনেই একমাত্র লক্ষ্য।
আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে। নিরাপত্তা পরিষদে যদি করিডোর বিষয়ক কোন সিদ্ধান্ত হয় তখন বাংলাদেশ ভেবে দেখতে পারে। তবে সেক্ষেত্রে বাংলাদেশের নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেয়া হবে।
করিডর ইস্যুতে প্রচারণা বাংলাদেশ থেকে হয়নি উল্লেখ করে খলিলুর রহমান বলেন, এটি প্রতিবেশী দেশ থেকেই প্রচারণা চালানো হয়েছে।
করিডর ইস্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় বা সেনাবাহিনীর কোন দ্বিমত নেই দাবি করে খলিলুর রহমান বলেন, পররাষ্ট্র উপদেষ্টা করিডর শব্দটা ভুলবসত বলেছিলেন। পরে কখনোই তিনি আর ওই শব্দ ব্যবহার করেননি।
খলিলুর রহমান বলেন, আমরা করিডর নিয়ে কারো সঙ্গে কোন ধরনের কথা বলি নাই এবং আমরা বলবো না। জাতিসংঘ এই ধরনের বিষয় নিরাপত্তা পরিষদের সম্পূর্ণ সম্মতি না নিয়ে কাজটি করতে পারে না। বিশেষ করে পাঁচটি ভেটো মেম্বারের সমর্থন ছাড়া জাতিসংঘ এ ধরনের কাজ করতে পারে না। আমাদের সোজা হিসাব সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে।
ইমরান