ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইপসা’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আশরাফ উদ্দিন, সীতাকুণ্ড, চট্টগ্রাম

প্রকাশিত: ১৯:২০, ২১ মে ২০২৫

ইপসা’র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) উদযাপন করলো ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী।আজ ইপসা পরিবার কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফটোসেশন পর্ব সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন ইপসা পরিবারের সদস্য ছাড়াও উন্নয়ন সহযোগী ও শুভানুধ্যায়ীদের অনেকেই শুভেচ্ছা জ্ঞাপন করতে আসেন।

শুরুতে ইপসার বর্ষপূর্তি উপলক্ষে ধারণাপত্র পাঠ করা হয়। এরপর পর্যায়ক্রমে ইপসার বিভিন্ন ডিপার্টমেন্টের পক্ষ হতে ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান পিএইচডি ডিগ্রি অর্জন করায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সেতার রুদ্রের সঞ্চালনায় আলোচনা পর্বে নবীন সদস্যদের মধ্যে অংশ নেন শম্পা ও মিশকাত। বক্তব্য রাখেন ইপসার ম্যানেজমেন্ট এডভাইজার ড. শামসুন নাহার চৌধুরী লোপা, ইপসার পরিচালক মো. শাহজাহান ( kM4D), পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মঞ্জুর মোরশেদ চৌধুরী।

ইপসার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান বলেন, “চলতি শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের প্রয়োজন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং যুব সমাজকে কার্যকরভাবে সম্পৃক্ত করা। ইপসা আগামী দিনগুলোতে এসডিজি বাস্তবায়ন, সবুজ উন্নয়ন ও ডিজিটাল ক্ষমতায়নের দিকেই অগ্রাধিকার দেবে।” এছাড়াও তিনি বলেন, “৪০ বছরের অভিজ্ঞতা আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করেছে। এখন সময় অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তি, যুব নেতৃত্ব এবং পরিবেশবান্ধব উদ্ভাবনের মাধ্যমে একটি সমতার সমাজ গঠনের মধ্যে দিয়েই এগিয়ে যেতে।

ইপসার এই অগ্রযাত্রায় যারা অবদান রাখছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য  ১৯৮৫ সালে সীতাকুণ্ডে ড. মো. আরিফুর রহমান এর নেতৃত্বে কয়েকজন উদ্যমী তরুণের হাত ধরে ইপসা প্রতিষ্ঠিত হয়। দুর্যোগে সাড়াপ্রদানের মাধ্যমে শুরু করে মাদক প্রতিরোধ, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, আইনি সহায়তা,তামাক প্রতিরোধ, প্রতিবন্ধী অধিকার, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থনৈতিক উন্নয়নে (ক্ষুদ্র ঋণ) কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছে। বিগত চার দশকে চট্টগ্রামের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও ইপসা তাদের কার্যক্রম সম্প্রসারিত করেছে।  প্রধান কার্যালয়ের পাশাপাশি ইপসার বিভিন্ন শাখা অফিসেও প্রতিবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে

আলীম

×