ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্গাপুরে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা

প্রকাশিত: ১৯:২৭, ২১ মে ২০২৫

দুর্গাপুরে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প উদ্বোধন

নেত্রকোনার দুর্গাপুরে ডিএসকের সমৃদ্ধি কর্মসূচি ও পিকেএসএফের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ মে) সকালে চণ্ডীগড় ইউনিয়নের কেরনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চক্ষু ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় ডিএসকের কর্মকর্তা রুপন কুমার সরকারের সঞ্চালনায়, ডিএসকের সহকারী পরিচালক শামসুল আলম খানের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তব্য রাখেন চণ্ডীগড় ইউনিয়ন পরিষদের প্রশাসক, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুল হক, বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাক্তার সাদমান হোসেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক প্রমুখ।

বক্তারা বলেন, “আমরা প্রথমেই ধন্যবাদ দিতে চাই ডিএসকের নির্বাহী পরিচালক ডঃ দিবালোক সিংহকে। ডিএসকের এই মানবিক কার্যক্রম শুধু চণ্ডীগড়ে নয়, দুর্গাপুর উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে পরিচালনা করা হবে। চক্ষু ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ ও চশমা বিতরণ করা হয়। এছাড়া ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করে ময়মনসিংহের বিএনএসবি চক্ষু হাসপাতলে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়। এসব মানবিক কাজে সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়েছে।”

 

রাজু

×