ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

৬৫ বাছুর ফেরত পাঠালেন ইউএনও!

স্টাফ রিপোর্টার, বরিশাল ||

প্রকাশিত: ১৪:১১, ২১ মে ২০২৫

৬৫ বাছুর ফেরত পাঠালেন ইউএনও!

ওজনে কম এবং দুর্বল অবস্থায় থাকায় বরিশালের গৌরনদী উপজেলায় বিতরণের জন্য আনা ৬৫টি বকনা বাছুর ফেরত পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বাছুর বিতরণ অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেন ইউএনও। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং বিকল্প কর্মসংস্থানের উদ্দেশ্যে ‘দেশীয় প্রজাতির মাছ, শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই বাছুর বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়।

প্রকল্পের আওতায় গৌরনদীর ৬৫ জন জেলে পরিবারের মাঝে ৭০ কেজি ওজনের বকনা বাছুর সরবরাহ করার কথা থাকলেও সরবরাহকৃত বাছুরগুলোর ওজন ছিল মাত্র ৫০ থেকে ৫৫ কেজি। বেশ কিছু বাছুর ছিল অসুস্থও।

উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানান, “বাছুরগুলো বিতরণের আগেই ইউএনও নিজে পরিদর্শন করে অনিয়ম দেখতে পান এবং বিতরণ বন্ধ করে সব বাছুর ফেরত পাঠানোর নির্দেশ দেন।”

সিমেন্স এলাইন্স বিডি লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দিনাজপুর থেকে বাছুর সরবরাহ করে। প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা দাবি করেন, দীর্ঘ পথ পরিবহনের কারণে বাছুরের ওজন কমে যেতে পারে।

তবে স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর ধরে ছাগল ছানা ও বাছুর বিতরণে অনিয়ম চলে আসছে। ওজনে কম, রোগাক্রান্ত পশু সরবরাহসহ নানা অভিযোগ থাকলেও কেউ প্রতিবাদ করলে হেনস্তার শিকার হতে হতো।

এই প্রথম একজন ইউএনও সরাসরি অনিয়মের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে জানান স্থানীয় জেলে জনগোষ্ঠীর বাসিন্দারা। তারা ইউএনও রিফাত আরা মৌরিকে সাধুবাদ জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি একই প্রকল্পের আওতায় ফোকাস ট্রেডিং নামের আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানও অনিয়মতান্ত্রিকভাবে বাছুর সরবরাহ করেছিল। সেই সময়ের ইউএনও মো. আবু আবদুল্লাহ খানও বিতরণ বন্ধ করে বাছুর ফেরত পাঠান। পরে নিয়মমাফিক পশু এনে বিতরণ করা হয়।

নবাগত ইউএনও রিফাত আরা মৌরি দায়িত্বগ্রহণের পরপরই দুর্বল ও ওজনে কম পশু ফেরত পাঠানোর সাহসী সিদ্ধান্ত নিয়ে জনসাধারণের আস্থা অর্জন করেছেন। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও এরকম কার্যকর নজরদারি ও প্রশাসনিক দৃঢ়তা বজায় থাকবে।

নুসরাত

×