
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হন আতাউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। এর আগে ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন মিজানুর রহমান। মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নারু গোপাল, মাহবুবুর রহমান গোলাম কবির, জাহাঙ্গীর আলম, শামিমুল আরিফ, মাসুদ রানা, লাকী বেগম প্রমুখ।
এ ছাড়াও বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিরাজ খান