
ছবিঃ সংগৃহীত
১২-দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এক টেলিভিশন টকশোতে চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন, এটি সরকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বায়ত্তশাসিত সংস্থা। এই বন্দরকে দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার পেছনে কোনো যৌক্তিকতা নেই।”
তিনি আরও বলেন, “২০০৭ সালে নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (NCT) প্রায় ৯৫০ কোটি টাকা ব্যয়ে তৈরি এবং ৪০০০ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি দিয়ে সজ্জিত। গত ১৭ বছর ধরে কোনো অভিযোগ ছাড়াই এই টার্মিনাল অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে এবং এটি একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।”
বিগত সরকারের সময়ে ডিপি ওয়ার্ল্ডের হাতে চট্টগ্রাম বন্দর হস্তান্তরকে তিনি ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তিনি বলেন, “বিগত সরকার নানা সময়ে এই বন্দরের আয় থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করেছে, কিন্তু বন্দরের নিজস্ব অর্থায়নে এটি পরিচালিত হয়ে আসছে। চট্টগ্রাম বন্দর থেকেই পায়রা ও মাতারবাড়ি বন্দরের অর্থায়ন হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “ আমরা শুনেছিলাম বিগত শেখ হাসিনার মেয়ের জামাতা দুবাইয়ের কারাগারে আটক ছিলেন এবং তাকে মুক্ত করার জন্যই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর হস্তান্তরের বিষয়টি সামনে আসে। যদিও এ বিষয়ে কোনও নির্ভরযোগ্য প্রমাণ বা মিডিয়া রিপোর্ট নেই।”
অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে, “অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। নির্বাচন ছাড়া বড় কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের উচিত নয়।”
তিনি আরও দাবি করেন, “চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বিশ্বমানে উন্নীত হয়েছে। ১০ বছর আগে এটি যেখানে বিশ্বের ১০০ তম বন্দরের মধ্যে ছিল, বর্তমানে এটি ৭০-৭২ তম অবস্থানে রয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক টেন্ডার ছাড়াই বিদেশি কোম্পানিকে হস্তান্তরের উদ্যোগ প্রশ্নবিদ্ধ।”
শাহাদাত হোসেন সেলিম বলেন, “আমরা বিদেশি বিনিয়োগের বিপক্ষে নই, কিন্তু এটি হওয়া উচিত ‘বিল্ড-অপারেট-ট্রান্সফার’ (BOT) ভিত্তিতে, যেখানে প্রতিষ্ঠানটি তৈরি করে পরিচালনা করবে এবং নির্দিষ্ট সময় পর সরকারকে ফিরিয়ে দেবে।”
বক্তব্যের শেষে তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর হ্যান্ডিং অভার করলে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং স্থানীয় জনগণের প্রতি দায়িত্ব অবহেলা করা হবে। সব রাজনৈতিক দল এখন এর বিরুদ্ধে।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/15JC2k9G7J/
মারিয়া