
ছবি: সংগৃহীত
অভিনেত্রী তাহমিনা অথৈ বলেছেন, "যদি আমি কোনো চরিত্রে আত্মবিশ্বাসী না হই, তাহলে সেই গল্পে কাজ করি না। আমি চরিত্র ও গল্প বেছে বেছে কাজ করি, তাই এখন পর্যন্ত এমন কোনো স্ক্রিপ্ট পাইনি যা করতে চাইনি। আমার ইন্ডাস্ট্রিতে যারা আমাকে চেনেন, তারা জানেন আমি সাধারণত ভালো স্ক্রিপ্টেই কাজ করি।"
তিনি আরও বলেন, "আমাদের দেশে অনেক ভালো পরিচালক আছেন এবং তাদের সাথে কাজ করতে চাই। অনেক নতুন পরিচালকও আসেন কাজ করেন, কিন্তু আমার কাছে তা বেশি গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সেই মানুষটি কিভাবে কাজটি তৈরি করে। অনেক তরুণ নির্মাতা আছেন, যারা ভালো কাজ করছেন। যেমন রাফি ভাই, তানিম নূর, সাদ ভাইয়া।"
অথৈ আরো বলেন, "আমি আইটেম সং করতে চাই না, তবে যদি সেটা গল্পের প্রয়োজনে হয়, তাহলে অবশ্যই করব। যেমন যদি কোনো চলচ্চিত্র 'আইটেম গার্ল' নামে হয়, যেখানে আইটেম গার্লকে কেন্দ্র করে গল্প থাকে, তবে সেটা আলাদা কথা।"
: https://www.youtube.com/watch?v=FXJIMhQ4nZs
এএইচএ