
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী বদরপুর দাখিল মাদরাসা প্রতিষ্ঠার ৫০ বছর পেরিয়ে গেলেও আজও নেই উন্নয়নের ছোঁয়া। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৩ সালে এমপিওভুক্ত এই মাদরাসায় এখনো পাঠদান চলছে পুরনো, জরাজীর্ণ টিনশেড ঘরে।
বর্ষাকালে বৃষ্টির পানি ঘরে ঢুকে ভিজে যায় শিক্ষার্থীদের বই, খাতা ও শিক্ষা উপকরণ। এ অবস্থায় দীর্ঘদিন ধরে মানবেতর পরিবেশে চলছে পাঠদান।
শিক্ষার মান, সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা ও স্কাউটিংয়ে উপজেলার অন্যতম এই প্রতিষ্ঠানটি নিয়মিত ভালো ফলাফল করলেও অবকাঠামোগত দিক থেকে রয়েছে একেবারেই পিছিয়ে।
স্থানীয় অভিভাবকরা জানান, আধুনিক শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীরা দিন দিন পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছে। শিশুদের ঝরে পড়ার হারও বেড়েছে।
২০২৪ সালে মাদরাসাটির একটি নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজ উদ্বোধনের কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শুরু হয়নি। এতে করে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে তীব্র হতাশা বিরাজ করছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আনিছুর রহমান বলেন, “১৯৭৪ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি যেন এখনো সেই দুর্ভিক্ষপীড়িত অবস্থায়ই পড়ে আছে। উপজেলা সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে হলেও উন্নয়নের ছোঁয়া মেলেনি। অথচ এখানকার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা ও চাকরি করছে।”
তিনি আরও বলেন, “যদি অবকাঠামোগত উন্নয়ন হতো, তবে শিক্ষার মান আরও উন্নত হতো এবং আমরা উপজেলাব্যাপী একটি মডেল প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতাম।”
স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন ভবন নির্মাণ কাজ শুরু করে মাদরাসায় একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অবিলম্বে প্রকল্প বাস্তবায়ন করে বদরপুর দাখিল মাদরাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করা হোক।
নুসরাত