ঢাকা, বাংলাদেশ   বুধবার ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

৫-৭ হাজার মূল্যের সিরাম মাত্র ৫০ টাকায় ঘরেই তৈরি করুন!

প্রকাশিত: ০৯:১৯, ২১ মে ২০২৫

৫-৭ হাজার মূল্যের  সিরাম মাত্র ৫০ টাকায় ঘরেই তৈরি করুন!

ছবি:সংগৃহীত

বর্তমানে ত্বকের যত্নে বাজারে দামি দামি সিরাম ব্যবহার করছেন অনেকেই। কিন্তু এসব সিরাম কিনতে গড়ে খরচ হয় চার-পাঁচ হাজার টাকা। অথচ খুব সহজে এবং মাত্র ৫০-৬০ টাকা খরচ করেই বাসায় তৈরি করা সম্ভব কার্যকরী একটি সিরাম, এমনটাই জানালেন চিকিৎসক ও ত্বক বিশেষজ্ঞ ডা. নোবেল।

 

 

একটি ভিডিও বার্তায় তিনি বলেন, “ আমি আপনাদের এমন একটি ঘরোয়া সিরাম তৈরির ফর্মুলা বলছি, যেটি বাজারের দামী সিরামের চেয়েও ভালো কাজ দেবে ইনশাআল্লাহ।”

 

 

সিরাম তৈরির উপকরণ ও প্রণালি:
ডা. নোবেল জানান, একটি মাঝারি সাইজের আলু কুচি কুচি করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেটি ছেকে তার রস সংগ্রহ করতে হবে। ওই রস থেকে দুই চা চামচ নিতে হবে। এরপর এক চা চামচ গোলাপ জল, এক চা চামচ গ্লিসারিন, এক চা চামচ লেবুর রস এবং একটি ভিটামিন ‘ই’ ক্যাপসুল (ইভিয়ান/ইকা ক্যাপসুল) কেটে তার তেল মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটিই একটি প্রাকৃতিক এবং কার্যকরী সিরাম হয়ে যাবে।

 

সংরক্ষণ ও ব্যবহারবিধি:
এই সিরাম ফ্রিজে রেখে ৭ থেকে ১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। ব্যবহারের জন্য প্রতিদিন রাতে ঘুমানোর আগে মুখ ফেসওয়াশ দিয়ে ধুয়ে এই সিরাম মুখে লাগিয়ে রাখতে হবে। পরদিন সকালে উঠে মুখ ধুয়ে ফেলতে হবে।

 

ফলাফল কেমন মিলবে?
ডা. নোবেল আশ্বস্ত করে বলেন, নিয়মিত ব্যবহারে ইনশাআল্লাহ ত্বকের ডার্ক সার্কেল, পিম্পলের দাগ, পোড়া দাগসহ ত্বকের অন্যান্য দাগগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে। ত্বক আগের চেয়ে অনেক বেশি গ্লো করবে এবং উজ্জ্বল দেখাবে।

 

আঁখি

×