
ছবিঃ সংগৃহীত
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক বিতর্কিত ঘোষণা দিলেন।তিনি যুক্তরাষ্ট্রে একটি নতুন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে চান। ইসরায়েলের "গোল্ডেন ডোম" এর আদলে এই সিস্টেম তৈরি হবে, যা শত্রু দেশের ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে পারবে।
এই ঘোষণা অনেকের কাছেই আশ্চর্য লাগতে পারে, কারণ ট্রাম্প নিজেই স্বীকার করেছেন—মার্কিন সেনাবাহিনী এমন কোনো কিছু চায়নি।
এ বিষয়ে সাংবাদিকরা যখন জানতে চান, এমন একটা বিশাল প্রকল্প কেন হাতে নেওয়া হচ্ছে—যার ব্যয় ধরা হচ্ছে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার, যা অনেকেই বলছেন অবাস্তব ও বিপজ্জনক—তখন ট্রাম্পের জবাব ছিল সংক্ষিপ্ত ও আত্মবিশ্বাসী।
"ওরা ভুল বলছে," বলেন ট্রাম্প। "এটা যতটা সম্ভব নিখুঁত হতে পারে, ততটাই নিখুঁত।"
আর সেনাবাহিনী কী চেয়েছে এমন কিছু? সে প্রশ্নে ট্রাম্প বলেন, "আমি প্রস্তাব দিয়েছিলাম। তারপর সবাই বলল, ‘চমৎকার আইডিয়া, স্যার।’”
ঘোষণার সময় ট্রাম্প হঠাৎ থেমে ওভাল অফিসে রাখা ছবিগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, সেখানে রয়েছেন থমাস জেফারসন, স্বাধীনতার ঘোষণাপত্রের একটি অনুলিপি, আর "মনরো, মনরো ডকুমেন্টের মানুষ।"
ট্রাম্পের এই ঘোষণার পর, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন—এই প্রকল্প বাস্তবসম্মত কিনা, সামরিক দিক থেকে প্রয়োজনীয় কিনা, এমনকি বৈশ্বিক নিরাপত্তায় এর প্রভাব কী হতে পারে—সব মিলিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। তবে ট্রাম্প আছেন তার চিরচেনা ভঙ্গিতেই: আত্মবিশ্বাসী, একরোখা, এবং নিজের সিদ্ধান্তেই অটল।
মারিয়া