
ছবি: সংগৃহীত
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি বুধবার সতর্ক করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের পরিণতি শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা গোটা দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য বিপর্যয়কর হতে পারে।
তিনি বলেন, "পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে সংঘাতের ফলে যে মানবিক ও পরিবেশগত বিপর্যয় ঘটবে, তা সীমান্তের বাইরে গিয়ে বৈশ্বিক স্থিতিশীলতাকে বিপন্ন করবে।"
ভারতের সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যাতে বিলাওয়াল নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধিদলে সিনেটর শেরি রহমান, ড. মুসাদিক মালিক, প্রকৌশলী খুররম দস্তগীর, হিনা রব্বানি খার, ফয়সাল সাবজওয়ারি, তেহমিনা জানজুয়া ও জালিল আব্বাস জিলানি অন্তর্ভুক্ত আছেন।
বিলাওয়াল বলেন, "আমরা শান্তির পক্ষে, কিন্তু শান্তি অর্জন করতে হলে কাশ্মীর, সন্ত্রাসবাদ ও পানি নিয়ে আমাদের তিনটি মূল সমস্যা সমাধান করতে হবে।"
তিনি ভারতের ইন্দাস পানি চুক্তি স্থগিত করার সিদ্ধান্তকে "মানবতার বিরুদ্ধে অপরাধ" আখ্যা দিয়ে বলেন, "পানি নিয়ে রাজনীতি করা ও প্রকৃতিকে অপরাধী বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
বিলাওয়াল আরও বলেন, "যদি ভারত আমাদের পানি নিয়ে কোনো আগ্রাসন চালায়, তাহলে আমাদের প্রতিরোধ হবে কঠোর ও অনমনীয়।"
তিনি পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতির প্রশংসা করে বলেন, "আমরা কোনো আগ্রাসন মেনে নেব না; আমাদের আকাশ, স্থল ও সমুদ্র বাহিনী প্রস্তুত।"
ভারত-পাকিস্তান সম্পর্কের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশকে সংযম ও সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র উত্তেজনায় পৌঁছেছে। ভারত পাকিস্তানকে অভিযুক্ত করে সামরিক পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে সীমান্তে সংঘর্ষ ও ক্ষয়ক্ষতি হয়েছে। এ পরিস্থিতিতে উভয় দেশই পারমাণবিক শক্তিধর হওয়ায় বিশ্ববাসী উদ্বেগ প্রকাশ করছে।
এদিকে, ভারতও সাতটি দলীয় প্রতিনিধিদল গঠনের ঘোষণা দিয়েছে, যারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ গুরুত্বপূর্ণ দেশগুলোতে সফর করে ভারতের অবস্থান ব্যাখ্যা করবে।
বিশ্ববাসী আশা করছে, উভয় দেশ সংলাপের মাধ্যমে উত্তেজনা প্রশমিত করবে এবং পারমাণবিক সংঘাতের ঝুঁকি এড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
এসইউ