ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিত: আপিল বিভাগ

প্রকাশিত: ১২:২৯, ১৯ মে ২০২৫

আওয়ামীপন্থী ৬১ আইনজীবীর জামিন স্থগিত: আপিল বিভাগ

ছ‌বি: সংগৃহীত

সকালে জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ চেম্বার আদালতের দেয়া জামিন স্থগিতের আদেশ বহাল রেখে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।

এর আগে সরকারবিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যাচেষ্টা মামলায় ২২ এপ্রিল আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবীকে জামিন দেন হাইকোর্ট।

বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাদের জামিন দেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের উপর হামলা ও আইনজীবীদের চেম্বার ভাঙচুরের অভিযোগে আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়। পরে ১১৫ জন আইনজীবী উৎস আদালত থেকে ৮ সপ্তাহের জামিন নেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=dlct5menBuo

এএইচএ

×