ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নুসরাত ফারিয়া ইস্যুতে সরকারের সমালোচনায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান

প্রকাশিত: ১০:৩৯, ১৯ মে ২০২৫; আপডেট: ১০:৪০, ১৯ মে ২০২৫

নুসরাত ফারিয়া ইস্যুতে সরকারের সমালোচনায় ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান

ছবি : সংগৃহীত

ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটি গভীরভাবে উদ্বেগজনক ঘটনা এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক ও রাজনৈতিক দিশাহীনতার বহিঃপ্রকাশ।

 

 

আজ (১৯ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার একটি গভীরভাবে উদ্বেগজনক মুহূর্ত নির্দেশ করে।”

তিনি আরও বলেন, “এখন মনে হচ্ছে, শুধুমাত্র আওয়ামী লীগের একজন পরিচিত সমর্থক হওয়া বা দলটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা মানেই একজনকে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার জন্য যথেষ্ট। আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে এসব ব্যক্তিরা আর বাংলাদেশে নিজেদের নিরাপদ মনে করতে পারছেন না, যেখানে ভিত্তিহীন অভিযোগে ইচ্ছাকৃত গ্রেপ্তার একটি বাস্তব আশঙ্কা হয়ে দাঁড়িয়েছে।”

 

 

বার্গম্যান আরও মন্তব্য করেন, “এটি ন্যায়বিচার নয়। এটি প্রতিশোধ, যা ‘জবাবদিহিতা’র মোড়কে পরিবেশিত হচ্ছে। এবং এটি আইনের শাসনে বিশ্বাসী যে কারো জন্যই উদ্বেগজনক হওয়া উচিত, তাদের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন।”

এর আগে গতকাল (১৮ মে) রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। প্রথমে তাকে বিমানবন্দরের হেফাজতে রাখা হয় এবং পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

জানা গেছে, ২৯ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অভিনেত্রী নুসরাত ফারিয়াসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে একটি হত্যা প্রচেষ্টার মামলা করা হয়। মামলার বাদী এনামুল হক আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট ২৮৪ জনকে আসামি করে, যাদের মধ্যে শেখ হাসিনা ও ৩০০ থেকে ৪০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিও রয়েছেন।

 

 

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, নুসরাত ফারিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে ‘গণবিপ্লব দমন’ কার্যক্রমে অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

নুসরাত ফারিয়ার পাশাপাশি মামলায় নাম রয়েছে আরও অনেক তারকার, যাদের মধ্যে আছেন, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সুবর্ণা মুস্তাফা, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, মেহর আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক এবং আজিজুল হাকিম।
 

আঁখি

×