
ছবি : সংগৃহীত
গাজায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল, তবে এর বিনিময়ে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামনে একাধিক কঠিন শর্ত উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েল জানিয়েছে, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হলে হামাসকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে এবং গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে। শুধু তাই নয়, হামাসের সকল সদস্যকে উপত্যকা ছেড়ে নির্বাসিত জীবনে যেতে হবে। এছাড়া, জিম্মি থাকা সকল ব্যক্তিকে একযোগে মুক্তি দিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে তেলআবিব থেকে প্রকাশিত প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে।
এই প্রস্তাবের বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, হামাস নির্মূলের অজুহাতে গাজায় গত দেড় বছর ধরে চলেছে ইসরায়েলি আগ্রাসন। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩,০০০ ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনও চাপা পড়ে আছে হাজারো মরদেহ।
যুদ্ধের মূল লক্ষ্য পূরণে ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে, কারণ গাজায় এখনও হামাস সদস্যদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এরই প্রেক্ষিতে গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভেঙে পুনরায় হামলা শুরু করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পর অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়ে যায়। তবে কাতারে চলমান আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেন।
এর পাশাপাশি হামাস বরাবরই স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিল। এবার সেই দুই প্রস্তাবেই সম্মতি জানিয়েছে নেতানিয়াহুর প্রশাসন,তবে কঠোর শর্তসাপেক্ষে।
ইতিপূর্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেও এবার অবস্থানে পরিবর্তন আনতে দেখা গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে।
আঁখি