
ছবিঃ সংগৃহীত
ভারতের সন্ত্রাসবিরোধী অভিযানের প্রতিক্রিয়ায় ৭ থেকে ৮ মে রাতের মধ্যবর্তী সময়ে পাকিস্তান অমৃতসরের স্বর্ণমন্দির লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছিল বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
সোমবার (১৩ মে) ১৫তম ইনফ্যান্ট্রি ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল কার্তিক সি শেশাদ্রি ANI-কে বলেন, পাকিস্তানের কোনো বৈধ সামরিক লক্ষ্য না থাকায় তারা ভারতের সামরিক, বেসামরিক ও ধর্মীয় স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে বলে আগেই ধারণা করেছিল ভারত।
তিনি বলেন, “আমরা জানতাম পাকিস্তান সেনার বৈধ কোনো সামরিক লক্ষ্য নেই। তাই অনুমান করেছিলাম তারা আমাদের সেনা স্থাপনা, বেসামরিক এলাকা ও ধর্মীয় স্থানগুলোকে লক্ষ্য করবে। এর মধ্যে স্বর্ণমন্দিরই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট।”
তিনি আরও জানান, “আমরা স্বর্ণমন্দির রক্ষায় আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অতিরিক্ত মোতায়েন করি, যাতে একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা তৈরি করা যায়।”
৮ মে ভোরে পাকিস্তান ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ব্যাপক আকাশ হামলার চেষ্টা চালায়। তবে ভারতীয় সেনা আগে থেকেই প্রস্তুত ছিল এবং সব হামলা প্রতিহত করে দেয় বলে জানান মেজর জেনারেল শেশাদ্রি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
মুমু