ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নুসরাত ফারিয়া গ্রেপ্তারকৃত মামলায় রয়েছে যেসব তারকার নাম

প্রকাশিত: ১১:৩৭, ১৯ মে ২০২৫

নুসরাত ফারিয়া গ্রেপ্তারকৃত মামলায় রয়েছে যেসব তারকার নাম

ছ‌বি: সংগৃহীত

ঢাকার ভাটারা থানায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা চেষ্টার ঘটনায় ১৭ জন চলচ্চিত্র তারকার নামে মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার ও ভাবনা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার নথিপত্র বিশ্লেষণে জানা গেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন অজ্ঞাত পরিচয়ে কয়েকশ জনের নামও রয়েছে। অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে এই তারকাদের অর্থনৈতিক সহায়তা প্রদানের মাধ্যমে সংযোজন ঘটানো হয়েছে।

মামলার বাদী দাবি করেছেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। মামলায় উল্লেখ রয়েছে, এসব তারকারা বিপুল অর্থ ও উৎসাহ দিয়ে আন্দোলন দমনের পেছনে সরাসরি যুক্ত ছিলেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জায়েদ খানসহ মোট ১৭ জন।

এ ব্যাপারে অভিযুক্তদের কেউই এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=dUxXkqewCgA

এএইচএ

×