ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ

শাহপরান, কন্টিবিউটিং রিপোর্টার, কসবা, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১১:১৫, ১৯ মে ২০২৫; আপডেট: ১১:৩২, ১৯ মে ২০২৫

কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ

ছবি: জনকন্ঠ

ব্রাহ্মণবাড়িয়ায় কুটি চৌমুহনী থেকে কসবা যাওয়ার সড়কের দুই পাশে গবাদিপশুর ও হাঁস-মুরগির আবর্জনা, ইট ভাটার ছাই্‌বোতল, পলিথিন এবং বাসা-বাড়ি থেকে ময়লা রাস্তার দুই পাশে ফেলার কারনে দূষিত হচ্ছে পরিবেশ।

ময়লা রাখার জায়গা থাকলেও প্রশাসন কে তোয়াক্কা না করে ময়লা আবর্জনা ফেলছে কিছু অসাধু ব্যবসায়ীরা এই দাবি জানিয়েছে স্থানীয়রা। দুর্গন্ধে সড়ক দিয়ে যাত্রী ও পথচারীদের চলাচল করতে বিপাকে পড়তে হচ্ছে।  অটোরিকশা ড্রাইভার মো : মোছা মিয়া জানান ময়লার দূর্গন্ধে  যাত্রীরা প্রায় সময় বমি করে অসুস্থ হয়ে পড়ে ।

খাবার হোটেলের মালিক,গরু-ছাগল মাংস বিক্রেতারা বাঁশি খাবার ও হাড় চামড়া অংশগুলো সড়কের পাশেই ছড়িয়ে ছিটিয়ে রাখে। সচেতন মহল বলছেন, প্রশাসনের তদারকি না থাকায় বাড়ছে পরিবেশ দূষণ।  

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম বলেন, সড়কের পাশে কারা ময়লা ফেলে সেটা খতিয়ে দেখে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুমু

×