
ছবি: সংগৃহীত
কলকাতায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে পাকিস্তানের জাতীয় পতাকা বিক্রির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ কমিশনার মনোজ ভার্মা শহরের সব থানাকে কড়া নজরদারি ও তদন্তের নির্দেশ দিয়েছেন।
শনিবার (১৮ মে) বডিগার্ড লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি বলেন, “কে কোথায় এই পতাকা তৈরি করছে, কারা কিনছে এবং সেগুলো কোথায় যাচ্ছে—এসব বিষয় নজরে রাখতে হবে।” কলকাতা পুলিশ জানিয়েছে, পাকিস্তানের পতাকা অপব্যবহার করে কেউ যাতে সমাজে ঘৃণা ও উত্তেজনা না ছড়াতে পারে, সে লক্ষ্যে প্রতিটি থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার একটি রেলস্টেশনে পাকিস্তানের পতাকা টাঙিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়। পুলিশ ধারণা করছে, একই ধরনের চক্র কলকাতাতেও সক্রিয় রয়েছে।
এর আগে অনলাইনেও পাকিস্তানি পতাকা বিক্রির অভিযোগ উঠেছিল। ভারতের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন ‘কনফেডারেশন অব ইন্ডিয়া ট্রেডার্স (সিআইটিআই)’ প্রথম বিষয়টি সামনে আনে। তারা কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং ক্রেতা সুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ যোশীকে চিঠি দিয়ে জানায়, একাধিক ই-কমার্স প্ল্যাটফর্মে পাকিস্তানের জাতীয় পতাকা ও অন্যান্য সামগ্রী বিক্রি হচ্ছে।
এরপরই কলকাতা পুলিশ সরব হয়ে শহরে পতাকা বিক্রির বিষয়ে কড়া অবস্থান নেয় এবং গোপন নজরদারি জোরদার করে।
এসইউ