ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারত ইসরায়েল নয়, আর পাকিস্তান ফিলিস্তিন নয়: লেফটেন্যান্ট জেনারেল

প্রকাশিত: ১১:১২, ১৯ মে ২০২৫; আপডেট: ১১:১৩, ১৯ মে ২০২৫

ভারত ইসরায়েল নয়, আর পাকিস্তান ফিলিস্তিন নয়: লেফটেন্যান্ট জেনারেল

ছবি: সংগৃহীত

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (ISPR) এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, “আমরা কখনোই ভারতের আধিপত্যের কাছে মাথা নত করব না।” তিনি আরও বলেন, “ভারত যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তান আফগানিস্তান নয়। ভারত ইসরায়েল নয়, আর পাকিস্তান ফিলিস্তিন নয়। পাকিস্তান কখনোই নিরুৎসাহিত হবে না, কখনোই জোরজবরদস্তি করা যাবে না।” তিনি এসব মন্তব্য করেন আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে।

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভারতের অভ্যন্তরীণ সমস্যা—সন্ত্রাসবাদ, চরমপন্থা ও ঘৃণার—পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনার জন্য ব্যবহারের অভিযোগ করেন। তিনি বলেন, “ভারত সরকার মুসলিম ও শিখদের বিরুদ্ধে দমনপীড়ন চালাচ্ছে, যা আরও ক্ষোভ, চরমপন্থা ও সন্ত্রাসবাদকে উস্কে দিচ্ছে।”

পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে, সম্প্রতি পাকিস্তানের জেলুমে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করার কথা জানায়। সন্দেহভাজন ব্যক্তি ভারতীয় ড্রোনের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে “ভারতের রাষ্ট্রপৃষ্ঠপোষক সন্ত্রাসবাদের” একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী।

তিনি আরও বলেন, “ভারত পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে।” তিনি ভারতের অভিযোগের বিরুদ্ধে পাকিস্তানের অবস্থান পরিষ্কার করে বলেন, “যদি ভারত কোনো প্রমাণ পেশ করতে পারে, তাহলে তা নিরপেক্ষ সংস্থার কাছে জমা দিক।”

লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী ভারতের সাম্প্রতিক সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর প্রতিরোধের প্রশংসা করেন। তিনি বলেন, “পাকিস্তান কখনোই নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে না; আমাদের প্রতিক্রিয়া ছিল সঠিক, ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ।”

তিনি ভারতের সামরিক বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি ভারত কোনো পদক্ষেপ নেয়, আমরা পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাব।”

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সাময়িকভাবে স্থগিত করেছে, তবে যদি পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দেয়, তাহলে ভারত আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।” তিনি বলেন, “সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না।”

উল্লেখ্য, গত ৬-৭ মে রাতে ভারত পাকিস্তানের আজাদ কাশ্মির ও পাঞ্জাবে বিমান হামলা চালায়, যাতে ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এরপর ৯ মে রাতে ভারত পাকিস্তানের বিমানঘাঁটি ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়, যার জবাবে পাকিস্তান “অপারেশন বুনিয়ানুম মারসুস” নামে অভিযান চালিয়ে ভারতীয় সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা করে।

পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে শান্তি আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছেন। তিনি বলেন, “শান্তির জন্য আমরা প্রস্তুত, তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘন সহ্য করা হবে না।”

এদিকে, ভারতের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, ১২ মে তাদের মধ্যে সামরিক অপারেশন সম্পর্কিত কোনো আলোচনা হয়নি এবং সিজফায়ারের কোনো নির্দিষ্ট মেয়াদ নেই। তবে, ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেছেন, সন্ত্রাসবাদে মদদ দেওয়া হলে ভারত আবারও সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত।

এই পরিস্থিতিতে, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে, এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয় দেশের প্রতি শান্তি ও সংযমের আহ্বান জানিয়েছে।

এসইউ

×