ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে গেটসভা

মো: ইসমাইল হোসেন, কন্ট্রিবিউটিং রিপোর্টার, খুলনা

প্রকাশিত: ১১:২৫, ১৯ মে ২০২৫

খুলনায় এ্যাজাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে গেটসভা

ছবি: জনকন্ঠ

খুলনার মীরেরডাঙ্গা শিল্পাঞ্চলে অবস্থিত এ্যাজাক্স জুট মিলের শত শত শ্রমিক-কর্মচারী তাদের দীর্ঘদিনের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন। গতকাল ১৮ মে (রবিবার) সকাল ১০টায় মিলের প্রধান ফটকের সামনে এক গেটসভা অনুষ্ঠিত হয়।

গেটসভায় বক্তব্য রাখেন এ্যাজাক্স জুট মিলস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর ওদুদ শরীফ, সাধারণ সম্পাদক মো : সাইফুল ইসলাম, শ্রমিক নেতা তোফাজ্জল ইসলাম, আব্দুর রহমান, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান, শ্রমিক নেতা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আজহার আলী, শ্রমিক নেতা ওবায়দুর রহমানসহ অনেকে।

বক্তারা বলেন, মালিকপক্ষের অবহেলা টালবাহানার কারণে এক সময়ের লাভজনক এই কারখানা আজ বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘদিন বেতন-বোনাসসহ বিভিন্ন পাওনা পরিশোধ না করায় শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন। সন্তানদের পড়ালেখা বন্ধ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নানামুখী সংকটে দিন পার করছেন শ্রমিকরা। বক্তারা জানান, ২০১৩ সালে মিল বন্ধ করে দেওয়া হলেও আজও প্রায় শতাধিক শ্রমিক-কর্মচারীর পাওনা পরিশোধ করা হয়নি। এরই মধ্যে আর্থিক সংকটে বহু শ্রমিক বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করেছেন।

তারা বলেন, "আমরা মালিক কে চিনি না, শুধু আমাদের ন্যায্য পাওনা চাই। বহু নাটক মঞ্চস্থ হয়েছে, আর নয়। এবার আমাদের দাবি আদায়ে আমরণ অনশন কর্মসূচি পালন করতেই হবে।"

গেটসভা থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী ২০ মে সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে।

মুমু

×