
ছবি: প্রতীকী
মানুষের শুক্রাণু ও ডিম্বাণু এবার ল্যাবেই তৈরি করা যাবে— এমনটাই জানিয়েছে ব্রিটেনের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি (HFEA)। In vitro gametogenesis বা IVG নামের এই পদ্ধতিতে বিজ্ঞানীরা ল্যাবে মানুষের প্রজননের উপাদান (শুক্রাণু ও ডিম্বাণু) তৈরি করতে প্রায় সফল।
ইঁদুরের ওপর এই পদ্ধতি ইতোমধ্যে সফল হয়েছে। গবেষকরা বলছেন, আগামী ১০ বছরের মধ্যে মানুষের ক্ষেত্রেও এটি কাজ করবে। এতে করে যৌন সম্পর্ক ছাড়াই সন্তান জন্ম দেওয়া সম্ভব হবে। সমলিঙ্গের দম্পতি, সন্তান নিতে সমস্যায় থাকা দম্পতি বা একাধিক অভিভাবকও এই প্রযুক্তির মাধ্যমে নিজেদের জিন ব্যবহার করে সন্তান নিতে পারবেন।
তবে এই প্রযুক্তি নিয়ে অনেক চিন্তা-ভাবনা চলছে। কারণ, ল্যাবে তৈরি শুক্রাণু ও ডিম্বাণু দিয়ে ভ্রূণ তৈরি করলে শিশুর জিন বাছাই করা সম্ভব হতে পারে। এতে ভবিষ্যতে “ডিজাইনার বেবি” তৈরি হতে পারে— যেখানে বাবা-মা চাইলে শিশুর চেহারা, মেধা বা গুণ আগেই ঠিক করে ফেলতে পারেন। অনেকেই এই ভবিষ্যতকে Gattaca সিনেমার মতো ভয়ংকর বলে মনে করছেন।
তবুও, অনেক বিজ্ঞানী এই আবিষ্কারকে ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন, এতে সন্তান নেওয়ার পথ আরও সহজ হবে। দাতা ছাড়াই মানুষ নিজের জিন দিয়ে সন্তান নিতে পারবে। তবে এখনই এই প্রযুক্তি নিয়ে সমাজে সচেতনতা তৈরি করা দরকার, যাতে ভবিষ্যতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি।
সূত্র: https://www.hfea.gov.uk/.../2025-01-22-authority-papers.pdf
এম.কে.