
ছবি: সংগৃহীত
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ব্যবহার করে জ্যোতির্বিদদের একটি দল একটি দূরবর্তী কিন্তু তরুণ তারকা ব্যবস্থায় বরফাকৃতির পানির উপস্থিতি নিশ্চিত করেছে। আমাদের সৌরজগতে জলীয় বরফের প্রাচুর্য থাকলেও, এই প্রথমবারের মতো অন্যান্য তারকা ব্যবস্থায় বরফের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল।
নেচার জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই জলীয় বরফ পাওয়া গেছে ধুলোময় একটি ধ্বংসাবশেষ বেষ্টনীর মধ্যে, যা একটি সূর্যের মতো তারকার চারপাশে ঘুরছে। তারকাটি মাত্র ২.৩ কোটি বছর বয়সী এবং পৃথিবী থেকে ১৫৫ আলোকবর্ষ দূরে অবস্থিত। সূর্যের চেয়ে তারকাটি সামান্য বেশি ভরের এবং গরম, যার ফলে এর চারপাশে একটু বড় একটি ব্যবস্থা গড়ে উঠেছে।
ওয়েব টেলিস্কোপের তথ্য অনুযায়ী, তারকা HD 181327 এবং এর ধ্বংসাবশেষ বেষ্টনীর মধ্যে একটি বড় ফাঁকা জায়গা রয়েছে, যা আমাদের সৌরজগতের কুইপার বেল্টের সঙ্গে তুলনীয়।
গবেষণাপত্রের প্রধান লেখক চেন জি বলেন, “ওয়েব শুধু জলীয় বরফই শনাক্ত করেনি, বরং স্ফটিকাকার জলীয় বরফ শনাক্ত করেছে, যা আমাদের সৌরজগতের শনি গ্রহের বলয় এবং কুইপার বেল্টের বরফময় বস্তুগুলোতেও পাওয়া যায়।”
তিনি আরও বলেন, “HD 181327 একটি অত্যন্ত সক্রিয় ব্যবস্থা। এর ধ্বংসাবশেষ বেষ্টনীতে নিয়মিত সংঘর্ষ ঘটে। যখন এই বরফময় বস্তুগুলোর সংঘর্ষ হয়, তখন সেগুলো থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণার জলীয় বরফ নির্গত হয়, যা ওয়েবের মতো সংবেদনশীল যন্ত্রের মাধ্যমে সহজেই শনাক্তযোগ্য।”
সম্ভাব্য তাৎপর্য
এইরকম অঞ্চলে জলীয় বরফের উপস্থিতি ইঙ্গিত দিতে পারে যে, মহাবিশ্বে গ্রহীয় ব্যবস্থাগুলো কিভাবে গঠিত হয়, তার একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। এটি নিছক কাকতালীয় নয় যে, যে প্রথম তারকা ব্যবস্থায় বরফ শনাক্ত করা গেল, সেটির গঠন অনেকটাই আমাদের সৌরজগতের মতো।
তবে, এই বরফ পুরো ব্যবস্থাজুড়ে সমানভাবে ছড়িয়ে নেই। মূলত, যেখানে সবচেয়ে ঠান্ডা, অর্থাৎ তারকার থেকে দূরের অঞ্চলে বরফ বেশি পাওয়া গেছে।
ওয়েব টেলিস্কোপ ধ্বংসাবশেষ বেষ্টনীর মাঝামাঝি অংশে প্রায় ৮ শতাংশ জলীয় বরফ শনাক্ত করেছে। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চলে বরফ উৎপন্ন হওয়ার হার বরফ ধ্বংস হওয়ার হার থেকে সামান্য বেশি।
বিজ্ঞানীরা অনেক দিন ধরেই মনে করে আসছিলেন যে, এই ধ্বংসাবশেষ বেষ্টনীগুলোতে বরফ থাকতে পারে। তবে ওয়েব টেলিস্কোপ আসার আগে তাদের হাতে এত সংবেদনশীল যন্ত্র ছিল না, যার মাধ্যমে এই পর্যবেক্ষণ করা সম্ভব। HD 181327-এ সফলতা পাওয়ার পর গবেষকরা এখন মিল্কিওয়ে গ্যালাক্সির অন্যান্য সক্রিয়ভাবে গঠিত গ্রহীয় ব্যবস্থায়ও জলীয় বরফ খুঁজে বের করার লক্ষ্যে আরও অনুসন্ধান চালাবেন।
সূত্র: https://www.ndtv.com/science/nasas-james-webb-telescope-spots-frozen-water-in-distant-star-system-for-the-first-time-8439074
এএইচএ