
ছবি : সংগৃহীত
বৃষ্টির পর যে গন্ধ মন ছুঁয়ে যায়, তা হলো ব্যাকটেরিয়া
বৃষ্টি নামার সঙ্গে সঙ্গেই বাতাসে ভেসে ওঠে এক চেনা গন্ধ, যেটা আমাদের মনকে করে তোলে নরম আর স্মৃতিমেদুর। এই গন্ধ শুধুমাত্র অনুভূতি নয়, এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ। বৃষ্টির পর মাটির যে ঘ্রাণ আমাদের নাকে লাগে, তার বৈজ্ঞানিক নাম পেট্রিকর (Petrichor)।
বিশেষজ্ঞদের মতে, এই গন্ধের উৎপত্তি হয় অ্যাক্টিনোমাইসেটিস (Actinomycetes) নামের একধরনের ব্যাকটেরিয়া থেকে, যারা শুষ্ক মাটিতে বসবাস করে। যখন বৃষ্টি পড়ে, তখন মাটি ভিজে ওঠে এবং এই ব্যাকটেরিয়াগুলো জিওসমিন (Geosmin) নামক একটি রাসায়নিক যৌগ নিঃসরণ করে। এই জিওসমিনই মূলত সেই পরিচিত গন্ধের জন্য দায়ী, যেটা আমরা "বৃষ্টির গন্ধ" নামে চিনি।
চমকপ্রদ তথ্য হলো, মানুষের ঘ্রাণেন্দ্রিয় জিওসমিনের প্রতি অত্যন্ত সংবেদনশীল। অতি অল্প পরিমাণে থাকলেও আমরা তা সহজেই শনাক্ত করতে পারি। গবেষকরা বলছেন, এই ঘ্রাণ আমাদের মন ও মস্তিষ্কে একধরনের প্রশান্তির অনুভূতি তৈরি করে, যা মস্তিষ্কের আবেগ-নিয়ন্ত্রণকারী অংশকে সক্রিয় করে।
অনেকের মনেই এই গন্ধ শৈশবের স্মৃতি, ছুটির দিনের মজা কিংবা প্রথম প্রেমের বর্ষার অনুভূতিকে জাগিয়ে তোলে। বিশেষজ্ঞদের মতে, এটি শুধুই একটি গন্ধ নয়, এ একধরনের মানসিক প্রশান্তি, যা মানুষের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িত।
এভাবেই প্রকৃতি ও বিজ্ঞানের এক অনন্য মেলবন্ধনে বৃষ্টির প্রতিটি ফোঁটা শুধু পরিবেশকে নয়, মনকেও করে তোলে শুদ্ধ ও স্নিগ্ধ।
আঁখি