
ছবিঃ সংগৃহীত
বিএনপি নেতা ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথের ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা দক্ষিণের নগর ভবন। তালা দেয়া হয়েছে প্রতিটি ফটকে। ইশরাক হোসেনের দাবি এ আন্দোলন স্থানীয়দের অধিকার।
পাঁচ বছর আগের মামলায় গেলো ২৭ মার্চ আদালতের রায়ের পরে ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। কিন্ত গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও ইশরাকের শপথের আয়োজন হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন ইশরাকের সমর্থকরা। যা আজ রবিবার (১৮ মে) ও পুরোদমে চলমান।
আওয়ামী লীগ বাদে বাকী সব রাজনৈতিক দল বিগত সময়ের সব নির্বাচনকে অবৈধ বলে অবিহিত করে। সেই অবৈধ নির্বাচনের মেয়াদের দায়িত্ব নেয়া কতোটা যৌক্তিক তা নিয়েও উঠেছে প্রশ্ন। এ ব্যাপারে ইশরাক হোসেন বলেন, ‘অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকেই অবমাননা করছে। যখন আমরা অবৈধ বলছি, তখন আমরা সেই ফলাফলটিকে ধরে নিয়ে অবৈধ বলছি।’
মুমু