ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

যতদিন যাবে ততই শঙ্কা বাড়বে: আমির খসরু

প্রকাশিত: ১৫:১৫, ১৮ মে ২০২৫

যতদিন যাবে ততই শঙ্কা বাড়বে: আমির খসরু

ছ‌বি: সংগৃহীত

নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে—মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে বনানীতে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার আস্থা হারাচ্ছে—এটি দেশের জন্য দুর্ভাগ্যজনক।

তিনি বলেন, “বাংলাদেশ একটি অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে গেছে। দেশ কোথায় যাচ্ছে, কেউ জানে না।” সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করলেও এখন আর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশ চলছে না—উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ঐক্যমতটা কোথায়?

"একটি সুষ্ঠু নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই এই সরকারের দায়িত্ব। কিন্তু করিডোর ইস্যু, বিনিয়োগ সম্মেলন, বন্দর হস্তান্তরের ক্ষমতা কে দিয়েছেন?"—এমন প্রশ্নও তোলেন তিনি।

সাংঘর্ষিক কোনো রাজনীতি কেউ চায় না—উল্লেখ করে আমির খসরু বলেন, দক্ষিণের মেয়র ইস্যুতে আদালতের আদেশ অনুযায়ী বাস্তবায়ন হতে হবে।

তিনি আরও বলেন, "জাতি এক ধরনের শঙ্কার মধ্যে পড়ে গেছে এবং এই শঙ্কা যতদিন যাবে, ততই বাড়বে। অস্থিরতাও বাড়তে থাকবে। ফলে দেশকে একটি বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেওয়া হবে।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=GV86QKYVJ8w

এএইচএ

×