ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

লোহিত সাগরে হুথিদের হামলার মুখে ইসরায়েলকে একা ফেলে পালাচ্ছে আমেরিকা!

প্রকাশিত: ১৯:১৪, ১৮ মে ২০২৫

লোহিত সাগরে হুথিদের হামলার মুখে ইসরায়েলকে একা ফেলে পালাচ্ছে আমেরিকা!

ছ‌বি: সংগৃহীত

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বিপাকে পড়েছে রেড সিতে মোতায়েন মার্কিন নৌবাহিনী। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বেশ কয়েকবার আঘাত হেনেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যানে। এছাড়া যুক্তরাষ্ট্র হারিয়েছে একাধিক যুদ্ধবিমানও। এসব ঘটনায় মার্কিন নৌবাহিনীর সক্ষমতা ও ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গনে।

সবচেয়ে সাম্প্রতিক ঘটনা ঘটেছে ১৩ই মে, যখন একটি মার্কিন যুদ্ধবিমান রেড সিতে ডুবে যায়। ওয়াশিংটনের দাবি, নিয়মিত মহড়ার সময় যুদ্ধজাহাজে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে এক সপ্তাহ আগেও আরেকটি যুদ্ধবিমান একইভাবে সমুদ্রে তলিয়ে যাওয়ায় এই ব্যাখ্যাকে ঘিরে তৈরি হয়েছে নানা সংশয়।

এমন পরিস্থিতিতে নতুন করে চমক সৃষ্টি করেছে ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যানের হঠাৎ পিছু হটার খবর। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ‘প্রেস টিভি’ জানায়, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আলজাজিরাকে দেয়া তথ্যে উঠে এসেছে, ওমানের মধ্যস্থতায় হুথি যোদ্ধাদের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে উপনীত হয়েছে যুক্তরাষ্ট্র। এর আওতায় রেড সি ও ইয়েমেন অঞ্চলে আর কোনো মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হবে না, এবং ইউএসএস ট্রুম্যানকে অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে।

চুক্তির শর্ত অনুযায়ী, উভয় পক্ষই পরস্পরের ওপর হামলা চালাবে না। ইয়েমেনে মার্কিন হামলা বন্ধের বিনিময়ে হুথিরা রেড সিতে যুক্তরাষ্ট্রের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করবে।

এদিকে এই চুক্তির সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ইসরাইল। কারণ, রেড সিতে ইউএসএস ট্রুম্যানের উপস্থিতিই এতদিন হুথিদের ছোড়া মিসাইল ভূপাতিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন মার্কিন রণতরী সরে যাওয়ায় কার্যত একা পড়ে গেছে ইসরাইল। হুথিদের ক্রমবর্ধমান আক্রমণের মুখে ইসরাইলকে আর কোনো সামরিক সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র, এমনটাই মনে করা হচ্ছে।

ইতোমধ্যেই এই পরিবর্তনের প্রভাব দেখা যেতে শুরু করেছে। মার্কিনিদের সঙ্গে চুক্তির পর হুথিরা ইসরাইলের বিরুদ্ধে হামলা আরও জোরদার করেছে। সর্বশেষ ১৭ই মে, মধ্য ইসরাইলে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় সতর্কতা সাইরেন বেজে ওঠে, এবং আতঙ্কে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে যায় শত শত ইসরাইলি নাগরিক। তবে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা মিসাইলটি ভূপাতিত করতে সক্ষম হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সব মিলিয়ে হুথি বাহিনীর বিরুদ্ধে এখন একাই লড়াই চালাতে হবে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। আর মার্কিন যুক্তরাষ্ট্র, দীর্ঘদিনের মিত্র দেশটিকে রণক্ষেত্রে ফেলে রেখে কূটনৈতিক সমঝোতার পথে হাঁটছে।

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=a2FPbdD4m4Q

এম.কে.

×