ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সেভেন সিস্টার্স ঘিরে ভারতের পাল্টা কৌশল, আমরাই এই অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক বলে সতর্ক করলেন ড. ইউনূস

প্রকাশিত: ১৮:২৩, ১৮ মে ২০২৫; আপডেট: ১৮:২৫, ১৮ মে ২০২৫

সেভেন সিস্টার্স ঘিরে ভারতের পাল্টা কৌশল, আমরাই এই অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক বলে সতর্ক করলেন ড. ইউনূস

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশকে এড়িয়ে ২২,৮৬৪ কোটি টাকার মহাসড়ক প্রকল্পে অনুমোদন, ভারতকে সতর্ক করলেন ড. ইউনূস: “আমরাই এই অঞ্চলের একমাত্র সমুদ্র অভিভাবক”

ভারত এবার সেভেন সিস্টার্স বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে সরাসরি সমুদ্রপথে বিকল্প সংযোগ গড়তে বাংলাদেশকে এড়িয়ে যাওয়ার পরিকল্পনায় নেমেছে। এ লক্ষ্যে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা ২২,৮৬৪ কোটি রুপি ব্যয়ে শিলং-শিলচর মহাসড়ক প্রকল্প অনুমোদন দিয়েছে।

প্রস্তাবিত এই মহাসড়কটি মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে, যা উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের বিকল্প সংযোগ গড়ে তুলবে।

বর্তমানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সঙ্গে বাকি ভারতের মূল ভূখণ্ডের একমাত্র সরাসরি প্রবেশপথ হলো শিলিগুড়ি করিডর, যেটি 'চিকেনস নেক' নামেও পরিচিত। তবে বাংলাদেশ এবং মিয়ানমার হয়ে আরও দুটি সম্ভাব্য প্রবেশপথ রয়েছে, যেগুলোর মধ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যাতায়াত অনেক সময় সাশ্রয়ী।

কিন্তু সম্প্রতি বাংলাদেশ বঙ্গোপসাগর হয়ে ভারতের প্রবেশাধিকার সীমিত করায়, দিল্লি সরকার বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। এরই অংশ হিসেবে মিয়ানমারের সঙ্গে যৌথভাবে ‘কালাদান প্রকল্প’ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শিলং-শিলচর মহাসড়ক শেষ হওয়ার আগেই কালাদান প্রকল্প সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এতে ভারতের পূর্বাঞ্চলে ভূরাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হবে বলেই মনে করছে বিশ্লেষকরা।

গত ৩০ এপ্রিল ভারতীয় মন্ত্রিসভা অনুমোদিত শিলং-শিলচর মহাসড়কের ১৪৪.৮ কিলোমিটার অংশ মেঘালয়ে এবং ২২ কিলোমিটার আসামে অবস্থিত। মহাসড়কটি চালু হলে সেভেন সিস্টার্সেস অঞ্চলে যাতায়াতের সময় সাড়ে ৫ ঘণ্টা থেকে নেমে ৫ ঘণ্টার নিচে চলে আসবে। ভারতের ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (NHIDCL) এই প্রকল্পটিকে বাংলাদেশের সিদ্ধান্তের প্রেক্ষিতে একটি পাল্টা পদক্ষেপ হিসেবেই দেখছে।

এদিকে, গত মার্চ মাসে বেইজিং সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেন,

“সেভেন সিস্টার্স হলো স্থলবেষ্টিত এলাকা—ল্যান্ডলক রিজিয়ন। তাদের কোনো সরাসরি সমুদ্রপথ নেই। আমরাই এই গোটা অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক।”

ড. ইউনূসের এই মন্তব্য ভারত ভালোভাবে নেয়নি বলেই বিভিন্ন সূত্রে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, তার এই বক্তব্য স্পষ্টভাবে ভারতের ভূ-রাজনৈতিক উদ্বেগকে নাড়া দিয়েছে, এবং তাই দিল্লি সরকার দ্রুত বিকল্প পথ খোঁজার পদক্ষেপ নিয়েছে।

সূত্রঃ https://youtu.be/7SCZIP_VRDU?si=VvCH-LTXYZz5_Ihf

ইমরান

×