
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের কেওডালা এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত ও একজন আহত হয়েছে। রবিবার (১৮ মে) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আফসানা আক্তার (১৯)। আহত হয় তার বন্ধু সিয়াব প্রধান। নিহত আফসানা আক্তার বন্দর উপজেলার বালিগাঁও এলাকার আনোয়ার হোসেন মিয়ার মেয়ে ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত সিয়াব সোনারগাঁও উপজেলার সম্ভপুরা এলাকার দুলাল মিয়ার ছেলে।
রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বন্দর উপজেলার মদনপুর থেকে মোটরসাইকেল যোগে আফসানা আক্তার ও তার বন্ধু সিয়াব সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় যাচ্ছিল। মোটরসাইকেলটি মদনপুরের কেওঢালা এলাকায় গেলে অজ্ঞাত একটি যানবাহন মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আফসানা আক্তার নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে নিয়তের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ জানান, এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
রিফাত