
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন, ভারতীয় স্বার্থে কাজ করা কিছু 'গোলাম' সীমান্তে উত্তেজনাকে ‘আনন্দের খবর’ হিসেবে দেখছেন, কারণ তারা ‘অখণ্ড ভারত’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।
তিনি বলেন, “ভারত বাংলাদেশে আক্রমণ করুক, পার্বত্য অঞ্চল বিচ্ছিন্ন করুক—এমনটাই চায় ভারতীয় গোলামরা। তারা চায় বাংলাদেশ দুর্বল হোক এবং ভারতের করায়ত্তে চলে যাক।”
এছাড়া চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও ব্যবস্থাপনা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, বনসাই বাম ও ভারতীয় এজেন্টরা বন্দরের উন্নয়নের বিরোধিতায় মাঠে নেমেছে, কারণ তারা চায় না এই বন্দর ভারতীয় প্রভাবমুক্তভাবে পরিচালিত হোক।
তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে চট্টগ্রাম বন্দরটির একটি বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সজীব ওয়াজেদ জয়ের ক্যাশিয়ার আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের কোম্পানি 'সাইফ পাওয়ারটেক' এর হাতে। তার মতে, এই প্রতিষ্ঠানটি ভারতপন্থী এবং এর মাধ্যমে বন্দর কার্যত দিল্লির প্রভাবাধীন হয়ে পড়েছে।
এএইচএ