ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সাত কলেজের হেড কোয়ার্টার হবে ঢাকা কলেজ

প্রকাশিত: ১৯:১৩, ১৮ মে ২০২৫

সাত কলেজের হেড কোয়ার্টার হবে ঢাকা কলেজ

ছবি: সংগৃহীত

নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ঢাকা সরকারি সাত কলেজের কার্যক্রম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে একটি সমন্বিত কাঠামোর অধীনে চলবে। এই অন্তর্বর্তী ব্যবস্থায় ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।

ইউজিসি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাকরির মেয়াদ শেষে অধ্যাপক ইলিয়াস চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে এই দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান দপ্তর হবে ঢাকা কলেজে। আজকালের মধ্যেই এই নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে শিক্ষার্থীরা ফের আন্দোলনে নামলে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেয়।

সরকার এখন এই সাত কলেজের জন্য ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি বাস্তবায়ন সময়সাপেক্ষ হওয়ায়, অন্তর্বর্তীকালীন এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই কাঠামোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি, রেজিস্ট্রার ও হিসাব দপ্তরের প্রতিনিধিরাও থাকবেন।

এদিকে, অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারিতে বিলম্ব হওয়ায় সাত কলেজের শিক্ষার্থীরা ফের আন্দোলনের হুমকি দিয়েছে। তাদের পক্ষ থেকে আজ রোববারের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে।

সাব্বির

×