ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

উল্টো দেড় লাখ রোহিঙ্গা আসছে বাংলাদেশে ঈদ করতে: কৃষক দলের সাধারণ সম্পাদক

প্রকাশিত: ২৩:৫৪, ১৮ মে ২০২৫; আপডেট: ২৩:৫৫, ১৮ মে ২০২৫

উল্টো দেড় লাখ রোহিঙ্গা আসছে বাংলাদেশে ঈদ করতে: কৃষক দলের সাধারণ সম্পাদক

ছবিঃ সংগৃহীত

কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এক টেলিভিশন টকশোতে বলেন, “নয় মাসের একটি সরকার সব ধরনের প্রতিশ্রুতি, স্বপ্ন দেখিয়েছে—কিন্তু বাস্তবে আমরা তার উল্টো চিত্র দেখছি। তারা বলেছিল ঈদের আগে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে আরও দেড় লাখ রোহিঙ্গা এসেছে এবং তারাও এখানে ঈদ করবে। এতে সরকারের প্রতিশ্রুতি ও বাস্তবতার মধ্যে ব্যাপক ফারাক দেখা যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বিনিয়োগ সম্মেলন নিয়ে অনেক প্রচারণা চালানো হয়েছিল, যেন এই সম্মেলনের পর বিনিয়োগের জোয়ার বয়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিনিয়োগ কমছে। এটা হলো বাস্তবতা।”

শহিদুল ইসলাম বাবুল বলেন, “রাজনীতি একটি অত্যন্ত জটিল বিষয়। এটা শুধু মুখের কথা না, কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়। আমরা ৪০ বছর ধরে রাজনীতি করছি, এখনো অনেক কিছু শিখি। অভিজ্ঞতা ছাড়া রাজনীতিতে সাফল্য অর্জন সম্ভব নয়।”

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16F27Ua9qn/

মারিয়া

আরো পড়ুন  

×