
ছবি: সংগৃহীত
রবিবার এক দুপুরের বৃষ্টিতেই চরম বেহালদশা কলাপাড়া হাসপাতালের সামনের দুই শ’ মিটার সড়কের। সৃষ্ট খানা-খন্দে বৃষ্টির পানি জমে একাকার হয়ে গেছে। জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
কলাপাড়া পৌরশহরের প্রবেশ মুখের এই সড়কটির মাত্র দুই শ’ মিটারের বেহালদশা কোনভাবেই লাঘব হচ্ছে না। এই সড়কে চলাচলকারী রোগীসহ প্রতিদিন হাসপাতালগামী অন্তত হাজারো মানুষের ভোগান্তির যেন শেষ নেই।
যদিও সড়ক ও জনপথ বিভাগের এই সড়ক টি কলাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ কয়েক বছর রক্ষণাবেক্ষণ করে আসছে। কিন্তু সংস্কারের মাস না যেতেই আবার খানাখন্দে একাকার হয়ে যায়। সাধারণ পথচারীদের দাবি পানি জমে সড়কটির এমন দশা হয়। পানি নিষ্কাশনের পথ না থাকায় সড়ক টি মেরামত করলেও আবার দ্রুত খারাপ হয়ে যায়।
ডাব বিক্রেতা শাহজাহান হাওলাদার বলেন, ‘ রাস্তার এমন অবস্থায় সবচেয়ে বেশি সমস্যা রোগীদের।’ অটো চালক সোহরাব হোসেন বলেন, ‘ যাত্রী এই পথে যাইতে চায় না। গর্তের কারণে বেশি ঝাকুনি লাগে। গাড়িও নষ্ট হয় ।’
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, সড়ক টি মেরামত করার ব্যবস্থা করবেন।
আলীম