
ছবি: সংগৃহীত
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো একটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ মিশনে ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ মে) পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৬১) রকেটের মাধ্যমে ইওএস-০৯ নামক আর্থ অবজারভেশন স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য থাকলেও, তৃতীয় ধাপে কারিগরি ত্রুটির কারণে স্যাটেলাইটটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়।
ইসরো চেয়ারম্যান ভি. নারায়ণন এক বিবৃতিতে জানান, “প্রথম ও দ্বিতীয় ধাপ সফলভাবে সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে মোটরের চেম্বারে চাপ হ্রাস পাওয়ায় মিশনটি সফলভাবে সম্পন্ন করা যায়নি। মোটরটি সঠিকভাবে শুরু হলেও মাঝপথে এই প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।”
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, রকেটের ফ্লেক্স নোজল কন্ট্রোল সিস্টেমে ত্রুটি ছিল। এই সিস্টেমটি রকেটের থ্রাস্ট বা গতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এতে ত্রুটি দেখা দিলে রকেটের অভিমুখ এবং গতি দুটোই ব্যাহত হয়।
ইসরো ইতোমধ্যে একটি ‘ফেইলিওর অ্যানালাইসিস কমিটি’ গঠন করেছে, যা ব্যর্থতার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করবে এবং ভবিষ্যতের উৎক্ষেপণ মিশনগুলোকে আরও নির্ভরযোগ্য করতে সুপারিশ পেশ করবে।
ইওএস-০৯ স্যাটেলাইটটি পূর্ববর্তী ইওএস-০৪-এর একটি উন্নত সংস্করণ, যা রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভৌগোলিক এবং পরিবেশগত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে তৈরি। এটি কৃষি, বন ব্যবস্থাপনা ও দুর্যোগ পর্যবেক্ষণের মতো অপারেশনাল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হতো।
ইসরোর সাবেক চেয়ারম্যান এস. সোমনাথ মিশন ব্যর্থতার প্রতিক্রিয়ায় বলেন, “বিগত বছরগুলিতে আমরা বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এবং সেগুলো আমাদের আরও দৃঢ় ও বৈজ্ঞানিকভাবে সুশৃঙ্খল করেছে। ব্যর্থতা পরাজয়ের চিহ্ন নয়, বরং এটি একটি মূল্যবান শিক্ষক।”
বিশেষজ্ঞরা মনে করছেন, ইওএস-০৯ মিশনের ব্যর্থতা ইসরোর জন্য একটি তাৎপর্যপূর্ণ শিক্ষা হতে পারে। সংস্থাটি অতীতেও এমন বহু চ্যালেঞ্জ পেরিয়ে সফল মিশন পরিচালনা করেছে, এবং ভবিষ্যতেও তাদের লক্ষ্য সফলভাবে পূরণের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সূত্র: https://shorturl.at/SuOs8
মিরাজ খান