ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্দর নিয়ে বনসাই বাম ও ভারতীয় এজেন্টদের প্রপাগান্ডার বিষয়ে কী তথ্য দিলেন এনসিপি নেতা শিশির

প্রকাশিত: ১৪:০১, ১৮ মে ২০২৫; আপডেট: ১৪:০৮, ১৮ মে ২০২৫

বন্দর নিয়ে বনসাই বাম ও ভারতীয় এজেন্টদের প্রপাগান্ডার বিষয়ে কী তথ্য দিলেন এনসিপি নেতা শিশির

ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে বন্দরের ইজারা প্রসঙ্গে মন্তব্য করেছেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “বন্দর নিয়ে বনসাই বাম ও ভারতীয় এজেন্টদের প্রোপাগান্ডার ফাঁদে পরবেন না। ওরা চায় না বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ুক।”

তার এই বক্তব্যে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তার স্ট্যাটাসের নিচে মন্তব্য করে এনসিপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। একজন মন্তব্যকারী জানতে চান, “এনসিপি তাহলে বন্দর ইজারার পক্ষে?”

অন্য একজন তীব্র ভাষায় প্রশ্ন করেন, “কত দিবে এনসিপি কে?”

জবাবে জয়নাল আবেদীন শিশির রসিকতা করে লেখেন, “পুরোটা এনসিপি পাচ্ছে, এক পয়সাও কাউকে দেওয়া হবে না।”

এছাড়াও আরেকজন মন্তব্য করে প্রশ্ন তোলেন, “বিএনপি যদি ভারতীয় এজেন্ট হয় তাহলে বাংলাদেশ পন্থী রাজনীতি কারা করে ভাই?”


শিশিরের মন্তব্য ও প্রতিক্রিয়াগুলো থেকে স্পষ্ট যে, তিনি বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ বাড়ানোর পক্ষে অবস্থান নিচ্ছেন। 

 

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1EchWtCpkY/

মারিয়া

×