ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় দলে হামজার পরে এবার কানাডিয়ান শমিত সোম

প্রকাশিত: ১৬:২৮, ১৮ মে ২০২৫

জাতীয় দলে হামজার পরে এবার কানাডিয়ান শমিত সোম

ছবিঃ ইন্টারনেট

বাংলাদেশ জাতীয় ফুটবল দল আরও এক প্রবাসী ফুটবলারের এর অন্তর্ভুক্তি দেখল। ফাহমিদুল ইসলামের পর এবার কানাডা প্রবাসী শমিত সোম লাল-সবুজের জার্সিতে খেলার ছাড়পত্র পেয়েছেন। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কাভালরি এফসি-র এই মিডফিল্ডার বাংলাদেশের হয়ে শিরোপা জিততে চান বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন।

শমিত বলেন, বাংলাদেশ দলে খেলা তার জন্য গর্বের বিষয় এবং ক্লাবের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে সাহায্য করতে চান। তার বাবা-মা দুজনেই বাংলাদেশি। কানাডা জাতীয় দলের হয়ে দুটি প্রীতি ম্যাচ খেলা এই ফুটবলারের আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে ৫ জুনের মধ্যে তিনি বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগ দেবেন।

সাব্বির

×