
ছবি : সংগৃহীত
সাকিব আবারও লাহোর কালান্দার্সে, কালই মাঠে নামার সম্ভাবনা ।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও দেখা যাবে সাকিব আল হাসানকে। দ্বিতীয়বারের মতো লাহোর কালান্দার্স দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি এবং ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে আগামীকাল (রোববার) লাহোরের হয়ে মাঠে দেখা যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে।
ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার কারণে এক সপ্তাহ স্থগিত ছিল পিএসএল। শনিবার থেকে আবার মাঠে গড়াচ্ছে আসরটি। এই সময়টাতে বিদেশি খেলোয়াড় সংকট দেখা দেওয়ায় নতুন করে কয়েকজন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে বিভিন্ন দল। সাকিবকে দলে টেনেছে লাহোর কালান্দার্স, যাদের হয়ে চলতি আসরে পাঁচ ম্যাচ খেলেছেন আরেক বাংলাদেশি, রিশাদ হোসেন। তবে বর্তমানে আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় আছেন রিশাদ।
লাহোর কালান্দার্স এক ফেসবুক পোস্টে সাকিবের দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। শ্রীলঙ্কান ব্যাটার ভানুকা রাজাপাকশে এবং কুশল পেরেরাও একইভাবে লাহোরের দলে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কুশল পেরেরা, সাকিব আল হাসান ও ভানুকা রাজাপাকশে ইসলামাবাদে পৌঁছেছেন এবং পিএসএলের বাকি অংশে আলো ছড়াতে প্রস্তুত।’
চলতি দশম আসরের শুরুতে দল না পেলেও, সাকিবকে এবার সুযোগ দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলের পরিবর্তে। টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর দেশে ফিরে গেছেন মিচেল। পিএসএলে খেলার জন্য সাকিব বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়ে আবেদন করেছিলেন, যা ইতোমধ্যেই পাওয়া গেছে।
আগামীকাল (১৮ মে) রাত ৯টায় লাহোর কালান্দার্স পেশোয়ার জালমির মুখোমুখি হবে। এই ম্যাচেই সাকিবকে দেখা যেতে পারে একাদশে। এটি লাহোরের লিগপর্বের শেষ ম্যাচ। বর্তমানে তারা ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষ চারে থাকলে প্লে-অফে সুযোগ পাবে তারা, এবং সাকিবও আরও ম্যাচ খেলার সুযোগ পাবেন।
উল্লেখ্য, সাকিব এর আগে তিনটি পিএসএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন—২০১৬ সালে করাচি কিংস দিয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স। এখন পর্যন্ত পিএসএলে ১৪টি ম্যাচে ১৮১ রান ও ৮ উইকেট রয়েছে তার ঝুলিতে। ব্যাটিং গড় ১৬.৩৬, স্ট্রাইকরেট ১০৭.১৪ এবং বোলিং ইকোনোমি ৭.৩৯।
সা/ই