ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

উৎসবের জোয়ারে ভাসছে বার্সেলোনা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:২৭, ১৮ মে ২০২৫

উৎসবের জোয়ারে ভাসছে বার্সেলোনা

কাতালান অ্যারেনায় ছাদখোলা বাসে ইয়ামালদের বরণ

চলতি মৌসুমে দুর্দান্ত পারফর্ম্যান্স করে ট্রেবল শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে’র পর এস্পানিওলের মাঠে তাদেরকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন্স হয়েছে কাতালানরা। ফলে উৎসবের জোয়ারে ভাসছে বার্সা। সমর্থকদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করে নিতে ছাদখোলা বাসে লামিনে ইয়ামাল-রাফিনিয়াদের চড়িয়ে প্যারেডের আয়োজন করে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ।
এদিন ছাদখোলা বাসে ট্রেবলের তিন ট্রফি নিয়ে উদ্যাপনে মেতে ওঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই বাস কাতালান অঞ্চলের মূল কিছু সড়কে কয়েক ঘণ্টা ধরে প্রদক্ষিণ করেছে। সেই রাস্তাগুলো যেন রূপ নিয়েছিল এক বিশাল উৎসবমুখর জনসমুদ্রে। রাস্তার দুই ধারে হাজারো সমর্থকের চোখেমুখে ছিল উচ্ছ্বাস, গলায় ছিল জয়ধ্বনি। তাদের হাত ছুঁয়ে যাচ্ছিল ঘরোয়া ট্রেবলের তিনটি ট্রফি। যেন বিশ^জয়ের স্বাদ পেয়েছে তাঁরা।

নেচে-গেয়ে ইয়ামাল-পেদ্রিরা উচ্ছ্বাসে ভাসিয়েছেন সমর্থকদের। বাসে বিশেষ জার্সি পরে উপস্থিত সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন বার্সা ফুটবলার, কোচ হ্যান্সি ফ্লিক ও কোচিং স্টাফের সদস্যরা। শুধু এখানেই থামেনি বার্সা, সমর্থকদের উদ্দেশে দিয়েছেন ধন্যবাদ ও ভালোবাসা জড়ানো বার্তা। এই মৌসুমে বার্সার ম্যাচ বাকি আর দুটি। লা লিগার এই দুই ম্যাচ খেলেই লম্বা বিশ্রামে যাবে কাতালানরা। লা লিগায় রেকর্ড সর্বোচ্চ ৩৬ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৮৫।

সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। মৌসুমে এল ক্লাসিকোতে রিয়ালকে ৪ বারই উড়িয়ে দিয়ে প্রায় শত বছরের রেকর্ড গড়েছে বার্সা। আর এস্পানিওলের বিপক্ষে লা লিগায় টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল কাতালানরা। চলতি মৌসুমে ফুটবল বিশ্বে আলোড়ন ফেলে দেওয়া ইয়ামাল বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি করলেন ২৫টি অ্যাসিস্ট।

এদিকে লা লিগার ২৮তম শিরোপা জিতে উৎসবের পাশাপাশি এখন বড় অঙ্কের অর্থ পুরস্কারের অপেক্ষায় বার্সা। বার্সা চ্যাম্পিয়ন হিসেবে কত টাকা পাবে, তা আনুষ্ঠিকভাবে জানা যায়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, লিগ চ্যাম্পিয়ন হিসেবে বার্সা ৬ থেকে ৯ কোটি ইউরো পর্যন্ত পেতে পারে।
এর আগে ২০২২-২৩ মৌসুমে জাভি হার্নান্দেজের অধীন সর্বশেষ লিগ জেতার পর বার্সা ৬ কোটি ১০ লাখ ইউরো পেয়েছিল। বার্সা এই অর্থ পাবে মূলত টেলিভিশন স্বত্ব, পারফর্ম্যান্স ভিত্তিক বোনাস এবং ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জনের জন্য বরাদ্দ খাত থেকে।

×