ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক অদ্ভুত নীরবতা কাজ করছে, সৌম্য হত্যার বিচার প্রসঙ্গে উমামা ফাতিমা

প্রকাশিত: ০৫:৪৩, ১৮ মে ২০২৫; আপডেট: ০৫:৪৫, ১৮ মে ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক অদ্ভুত নীরবতা কাজ করছে, সৌম্য হত্যার বিচার প্রসঙ্গে উমামা ফাতিমা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যা প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক অদ্ভুত নীরবতা কাজ করছে।

নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে সাম্য হত্যার বিচার চেয়ে উমামা ফাতেমা আরও লেখেন, ‘শাহবাগ থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেয়নি।

এছাড়া, ‘সাম্য হত্যার সুষ্ঠু তদন্ত না করে হত্যাকারীদের আড়াল করা চলবে না’, যোগ করেন তিনি।

 

সূত্র: https://www.facebook.com/share/1CKQBuKvSr/

রাকিব

×