ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বর্ষায় কাপড়ের দুর্গন্ধ দূর করার উপায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:১৯, ১৮ মে ২০২৫

বর্ষায় কাপড়ের দুর্গন্ধ দূর করার উপায়

ছবিঃ সংগৃহীত

বর্ষায় আর্দ্রতা বেশি থাকায় কাপড় সঠিকভাবে শুকায় না, ফলে স্যাঁতসেঁতে ভাব ও জীবাণুর সংক্রমণে দুর্গন্ধ দেখা দেয়। এর থেকে বাঁচতে কিছু কার্যকর উপায় মেনে চলা দরকার:

দুর্গন্ধের কারণ:

বাতাসে অতিরিক্ত আর্দ্রতা:
বৃষ্টির কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় কাপড় শুকাতে সময় লাগে। তুলা ও উল জাতীয় কাপড় আর্দ্রতা শোষণ করে স্যাঁতসেঁতে হয়ে পড়ে।

রোদ ও বায়ুচলাচলের অভাব:
বর্ষায় মেঘলা আকাশ ও ঘরের অভ্যন্তরে বদ্ধ পরিবেশ কাপড় শুকাতে সহায়ক নয়। ফ্ল্যাট বা ঘরেও প্রাকৃতিক বাতাস চলাচল কম থাকে।

ব্যাকটেরিয়া ও সংক্রমণ:
আধা শুকনো বা স্তূপ করে রাখা কাপড়ে ব্যাকটেরিয়া সহজে জন্মায়, যা দুর্গন্ধ ছাড়াও নানা স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে।


ঘরোয়া প্রতিকার:

কাপড় স্তূপ করে না রেখে আলাদা ঝুলিয়ে রাখুন:
লন্ড্রি ঝুড়িতে কাপড় জমিয়ে না রেখে প্রতিটি পোশাক আলাদা করে দড়িতে ঝুলিয়ে রাখুন, যাতে বাতাস চলাচল করে এবং দুর্গন্ধ কমে।

নিয়মিত কাপড় ধোয়ার অভ্যাস গড়ুন:
রোদের জন্য অপেক্ষা না করে প্রতিদিনের ব্যবহৃত কাপড় ধুয়ে ফেলুন। হালকা ভেজা পরিষ্কার কাপড়, নোংরা জমে থাকা কাপড়ের চেয়ে অনেক কম দুর্গন্ধ ছড়ায়।

ভিনেগার, বেকিং সোডা বা লেবুর রস ব্যবহার করুন:
কাপড় ধোয়ার সময় পানিতে আধা কাপ বেকিং সোডা বা কিছুটা ভিনেগার মিশিয়ে দিন। এগুলো প্রাকৃতিক দুর্গন্ধনাশক এবং কাপড়ের জীবাণু নষ্ট করে। লেবুর রসও একইভাবে কাজে দেয়।

ঘরের ভেতর ফ্যানের নিচে বা জানালার পাশে কাপড় শুকান:
  বাইরে শুকানোর সুযোগ না থাকলে বাতাস চলাচল হয় এমন ঘরে দড়ি টাঙিয়ে কাপড় মেলুন। চলন্ত ফ্যানের নিচে শুকালে সময়ও বাঁচে।

ওয়ারড্রোব বা ড্রয়ারে আর্দ্রতা শোষক রাখুন:
দীর্ঘদিনের জন্য ভাঁজ করে রাখা কাপড় স্যাঁতসেঁতে না হয়, সে জন্য সিলিকা প্যাকেট, চক বা একটি কাপ বেকিং সোডা রেখে দিন, যা অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে।

বর্ষায় দুর্গন্ধ দূর করতে কাপড় দ্রুত শুকানো এবং জীবাণুমুক্ত রাখা জরুরি। সঠিকভাবে কাপড় ধোয়া, শুকানো ও সংরক্ষণ করলে বর্ষার বিড়ম্বনা অনেকটাই কমে যাবে।

মুমু

×