ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ময়মনসিংহে রাতের আঁধারে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

প্রকাশিত: ১১:৩৬, ১৮ মে ২০২৫

ময়মনসিংহে রাতের আঁধারে কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি

ছবি: জনকন্ঠ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় রোববার (১৮ মে) সকালে কবরের মাটি খোঁড়া দেখে কবর থেকে ৫ কঙ্কাল চুরি হওয়ার ঘটনা প্রকাশ পায়। মধ্যরাতে হবিরবাড়ী ইউনিয়নের লবনকৌঠা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির হওয়ার ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় এলাকার লোকমান মিয়া বলেন, চুরি হওয়া কঙ্কাল গুলো আমাদের একই গ্রামের মরহুম শাহ আলম, , কাশেম আলীর ও রহমত আলীর, ইয়াকুর আলী, তোকমান মোল্লাহর।

স্থানীয় বাসিন্দা মিলন মিয়া বলেন, এই পারিবারিক কবরস্থানে অনেক লোকজনের কবর রয়েছে। তবে কখনো কঙ্কাল চুরির ঘটনা ঘটেনি এখানে। হঠাৎ কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এসব বিষয়ে ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ৫টি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় লিখিতভাবে কেউ অভিযোগ দেয়নি। তবে ঘটনাটির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে গত (২১ এপ্রিল) রাত সাড়ে ১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের একটি সোনারবাংলা স্কুলের সামনে অভিযান চালায় সেনাবাহিনী ও ভালুকার ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় একটি ব্যাগ থেকে তিনজন লোকের মাথার খুলি, ১টি পিঠের মেরুদন্ড ও ৭৮টি হাড় উদ্ধার করা হয়।

এ-সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও সাইফুল-ফারুক ও আলমগীর হোসেন নামের তিনজনকে আটক করে পুলিশ।   পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মৃত মানুষের কঙ্কাল কবর থেকে সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করেন তারা। তাদের বাড়ি ময়মনসিংহে ও শেরপুরের শ্রীবর্দীতে।

মুমু

×