
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃতরা হলেন- রেজা এ মাওলা সাকিব (২০)। সে উপজেলার কচুয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি। অন্যজন হলেন- মোহাম্মদ এমরান (৪৩)। সে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। শনিবার রাতে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলাকারী সাকিব ও এমরান এতদিন এলাকায় প্রকাশ্যে ঘুরেছে। গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানার একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
পটিয়া থানার ওসি (তদন্ত) মো: আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হবে।
মুমু