ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কুড়িগ্রামে বজ্রপাত আতঙ্ক: ১০ জন আক্রান্ত, মৃত্যু ৫

মনোয়ার হোসেন লিটন, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৭:৪২, ১৮ মে ২০২৫

কুড়িগ্রামে বজ্রপাত আতঙ্ক: ১০ জন আক্রান্ত, মৃত্যু ৫

ছবি: সংগৃহীত

সারা দেশে চলমান ঝড়বৃষ্টি ও বজ্রপাতের প্রভাবে কুড়িগ্রাম জেলায় সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ ও আতঙ্ক। জেলায় গত কয়েকদিনে বজ্রপাতে ১০ জন আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

এমন প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সচেতন করতে রবিবার (১৮ মে) কুড়িগ্রাম জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় বজ্রপাত সংক্রান্ত করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “বর্তমান ঝড়বৃষ্টির প্রেক্ষাপটে বজ্রপাতের আশঙ্কা বেড়েছে। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে ঘরের মধ্যে অবস্থান করা উচিত এবং দরজা-জানালা বন্ধ রাখা প্রয়োজন। বিশেষ করে শিশুদের মাঠে খেলাধুলা থেকে বিরত রাখতে হবে। যারা নদীতে মাছ ধরেন, তাদের ছাউনি যুক্ত নৌকায় অবস্থান করতে হবে। বজ্রপাতের সময় গা ঘেঁষে নয়, বরং ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করা নিরাপদ।”

তিনি আরও জানান, বজ্রপাতে আহত ব্যক্তির শরীরে কোনো বিদ্যুৎ থাকে না, তাই দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া উচিত।

সিভিল সার্জনের সতর্কবার্তা: বজ্রপাত থেকে বাঁচতে অনুসরণ করুন ২০টি নির্দেশনা

১. বজ্রপাতের সময় ঘরের ধাতব কল, পাইপ বা সিঁড়ির রেলিং স্পর্শ করবেন না।
২. বাড়ির ছাদে বজ্র নিরোধক দণ্ড (Lightning Arrester) স্থাপন নিশ্চিত করুন।
৩. খোলা জায়গায় একত্রে না থেকে ৫০–১০০ ফুট দূরে দূরে অবস্থান করুন।
৪. বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা না থাকলে একসাথে না থেকে আলাদা কক্ষে অবস্থান করুন।
৫. গাছের নিচে আশ্রয় নয়, গাছ থেকে অন্তত ৪ মিটার দূরে থাকুন।
৬. বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে দূরে থাকুন।
৭. বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করে প্লাগ খুলে ফেলুন।
৮. আহতদের চিকিৎসা দিন ইলেকট্রিক শকে আক্রান্তদের মতো করে।
৯. এপ্রিল–জুন মাসে বজ্রপাত বেশি হয়, আকাশে মেঘ দেখলে ঘরে থাকুন।
১০. দ্রুত কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিন।
১১. ঘরে থাকলে জানালা, বারান্দা এবং বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন।
১২. বাইরে বের হলে রাবারের জুতা ব্যবহার করুন।
১৩. উঁচু গাছ, খুঁটি, মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন।
১৪. ছাতা ব্যবহার করতে হলে কাঠ বা প্লাস্টিকের হাতলযুক্ত ব্যবহার করুন।
১৫. মাঠ বা উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকুন।
১৬. জলাশয়, নদী, পুকুরের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকুন।
১৭. শিশুদের মাঠে খেলাধুলা না করতে উৎসাহ দিন।
১৮. খোলা মাঠে থাকলে কানে আঙুল দিয়ে পায়ের আঙুলের ওপর বসে থাকুন।
১৯. গাড়ির ধাতব অংশে হাত দেবেন না; নিরাপদ স্থানে গাড়ি পার্ক করুন।
২০. বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রাখুন এবং নৌকার ছাউনির নিচে আশ্রয় নিন।

নুসরাত

আরো পড়ুন  

×