ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে: মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান

প্রকাশিত: ২২:২৭, ১৮ মে ২০২৫; আপডেট: ২২:৩৩, ১৮ মে ২০২৫

দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে: মৌলভীবাজারে গণশুনানিতে দুদক চেয়ারম্যান

ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন দুর্নীতি সমাজে বৈষম্য সৃষ্টি করে, দুর্নীতি যত কমবে, সমাজে বৈষম্য তত কমবে। 'আসুন, দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই' শ্লোগানকে সামনে রেখে আজ দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় মৌলভীবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

দিনব্যাপী অনুষ্ঠিত এ গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি  ছিলেন দুদক এর কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

প্রধান অতিথির বক্তৃতায় দুদক চেয়ারম্যান বলেন, বলা হয় সারা দেশে দুর্নীতি দমনে দুদকের অফিস, জনবল বাড়াতে হবে এবিষয়ে বলতে চাই সমাজে দুর্নীতি যত কমবে দুদকের প্রয়োজনীয়তা কমবে। বৈধ সেবা প্রাপ্তির জন্য জ্ঞাতসারে আমরা সবাই ঘুস প্রদান করে থাকি,  সেটা বন্ধ করতে হবে।মৌলভীবাজারকে ঘুস-দুর্নীতিমুক্ত জেলা ঘোষণা করতে সকল পর্যায়ের সেবাদাতা- সেবাগ্রহীতাকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। আগামীতে দুর্নীতিমুক্ত জেলাগুলোর মধ্যে মৌলভীবাজার এগিয়ে থাকবে বলে প্রত্যাশা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় ব্রিগেডিয়ার জেনারেল (অব) হাফিজ আহ্সান ফরিদ বলেন, দুর্নীতির বিরুদ্ধে দুদক যুদ্ধ ঘোষণা করেছে, এ যুদ্ধে জয়লাভ  দুদকের একার পক্ষে সম্ভব নয়, এদেশের সকল জনগণকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে  ঘুস দেয়। সবাই মিলে চেষ্টা করলে  দুর্নীতি দমন সম্ভব। আর ব্যক্তি হিসেবে নিজে নিজের দায়িত্ব পালন করতে হবে। ব্যক্তি হিসেবে নিজে ঘুস দিবেন না, প্রতিবাদ করবেন, চিৎকার করে লোকজন ডাকবেন, ভিডিও করবেন তাহলে প্রতিষ্ঠানিক দুর্নীতি কমতে বাধ্য।

মৌলভীবাজার এর জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর সভাপতিত্বে  দুদকের মহাপরিচালক (প্রতিরোধ)  মো. আকতার হোসেন, পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং দুদকের সমন্বিত জেলা কার্যালয় হবিগঞ্জ এর উপপরিচালক মো. এরশাদ মিয়াঁ বক্তৃতা করেন ।  

আজকের গণশুনানিতে ১৮টি সরকারি দপ্তরের বিরুদ্ধে মোট ৫৮টি অভিযোগের শুনানি অনুষ্ঠিত হয় । এর মধ্যে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,  দুর্নীতি, অর্থ আত্মসাৎ এর অভিযোগটি অনুসন্ধানে নেয়া হয় এবং ১১টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেয়া হয়। এছাড়াও অন্যান্য অভিযোগের বিষয়গুলোরও সমাধান দেয়া হয়।

আলীম

×