
ছবি: দৈনিক জনকন্ঠ
জামালপুরের ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে প্রায় ৩ শতাধিক বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
শনিবার (১৭ মে) রাত ৯ টার দিকে উপজেলার পৌরসভাসহ বেলগাছা ও সাপধরী ইউনিয়নে ঝড়ে এই আঘাত হানে।
জানা গেছে, ছোট ছোট আধা পাকা বাড়ি ঘর লন্ডভন্ড গাছ উপড়ে ফেলেছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সাপধরী ইউনিয়নের জোড়ডোবা, উত্তর জোড়ডোবা, কোদালধুয়া, ভাংবাড়ি, ইন্দুল্যামারী, মন্ডলপাড়া, আকন্দপাড়া, চরশিশুয়া, কাশারিডোবা ও নামাচর, বয়ে যাওয়া ঘূর্ণি ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান মো: শাহ আলমকে মোবাইল ফোনে জিজ্ঞেস করলে তিনি জানান, “গতকাল রাতে প্রবল ঘূর্ণিঝড়ে বাড়ি ঘরসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, মন্নিয়া, সিন্দুরতলী, শিলদহ, বরুল এলাকায় লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।”
সাপধরী ইউনিয়নের বিএনপির অন্যতম নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল সিদ্দিক বলেন, “আমি এমন ঝড় কখনো দেখিনি। মুহূর্তেই আমাদের এলাকায় অধিকাংশ বসতবাড়ি গাছপালা ঝরে ছিন্নভিন্ন হয়ে গেছে। সরকারের সহযোগিতা ছাড়া এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।” তাই উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এছাড়া পৌরশহরের ব্যাপারীপাড়া ব্যাপক ক্ষতি হয়েছে।
মিরাজ খান