ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতাসের অভিযান

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:২৮, ১৮ মে ২০২৫

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

.

অবৈধ গ্যাস ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযানে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে প্রায় ২৬ লাখ টাকার গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ অফিস থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির আঞ্চলিক বিক্রয় বিভাগ সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন কলমা, টঙ্গাবাড়ী, গরুরহাট, বড় আশুলিয়া, বঙ্গবন্ধু রোড, রাজু মার্কেট, গৌরীপুর, বটতলা, আশুলিয়া, সাভার এলাকার ৬টি স্পটে বিশেষ অভিযান চালায়।
অভিযানে রুটনেক্সট ওয়াশিং ও ইকো লন্ডিং ইন্ডাস্ট্রিজ নামে বাণিজ্যিক কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে ১১ লাখ ৯৬ হাজার ৪৫৭ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে। এ সময় ৪০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়। একই দিনে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন চক্রবর্তীটেক, ভবানীপুর, গাজীপুর (আশুলিয়া নেটওয়ার্ক) এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ তথা সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৬০০ ফুট অবৈধ বিতরণ লাইনের বিভিন্ন ব্যাসের আনুমানিক ৫০০ ফুট লাইন পাইপ অপসারণ করে মেসার্স নূর জানুমা ওয়াশিং প্ল্যান্ট ও এআর জিন্স নামক শিল্প সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে ১৩ লাখ ৯৯ হাজার ৪৪০ টাকার মাসিক গ্যাস চুরি রোধ করা সম্ভব হবে।
এছাড়া ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং ভিজিল্যান্স বিভাগ গাজীপুর কর্তৃক যৌথ পরিদর্শনে ইমপ্রেস নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল, গোড়াই- মির্জাপুর, টাঙ্গাইলের রেগুলেটরে অবৈধ হস্তক্ষেপ শনাক্ত করার কারণে তৎক্ষণিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

প্যানেল

×