ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

উচ্চাভিলাষী নয়, বরং একটি বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২২:৫১, ১৮ মে ২০২৫; আপডেট: ২২:৫২, ১৮ মে ২০২৫

উচ্চাভিলাষী নয়, বরং একটি বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে বলেছেন—"অহেতুক উচ্চাভিলাষী নয়; বরং একটি বাস্তবভিত্তিক বাজেটের দিকেই এগোচ্ছে অন্তর্বর্তী সরকার।"

রবিবার (১৮ মে) তিনি এই মন্তব্য করেন।

তিনি তার পোস্টে জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সাজাচ্ছে সরকার।

তিনি আরও বলেন, “বাজেটে সুযোগ তৈরি করা হবে গ্রামীণ পর্যায়ে কর্মসংস্থানের জন্য। এ লক্ষ্যে উৎসাহিত করা হবে রাস্তাঘাট নির্মাণ, সংস্কারসহ গ্রামীণ অবকাঠামো খাতে কর্মযজ্ঞকে। তবে বড় কোনো প্রকল্প নেওয়া হবে না।”

সূত্রঃ https://www.facebook.com/share/p/18Tpwfy3rZ/

ইমরান

×